Purba Bardhaman: জলের ঘরে ফিরবে পানডুবি পাখি, বর্ধমানে উদ্ধার

বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকার ‌এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল পানডুবি পাখি। এটি একটি বিপন্ন প্রায় প্রজাতির তালিকাভুক্ত। চোরা শিকারি হামলা ও বাসস্থান নষ্ট হওয়ার…

Purba Bardhaman: জলের ঘরে ফিরবে পানডুবি পাখি, বর্ধমানে উদ্ধার

বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকার ‌এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল পানডুবি পাখি। এটি একটি বিপন্ন প্রায় প্রজাতির তালিকাভুক্ত। চোরা শিকারি হামলা ও বাসস্থান নষ্ট হওয়ার জন্য এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানা গেছে। এরা সচরাচর জলজ পাখি। জলে নিমজ্জিত গাছ, ব্যাঙ মাছ খেয়ে এরা জীবনধারণ করে।

উদ্ধার হওয়া পানডুবি পাখিটি বর্তমানে সুস্থ রয়েছে জলজ পরিবেশের মধ্যে‌। পরবর্তী সময়ে যেখানে খাবার ও বাসস্থান রয়েছে ‌ এরম পানাপুকুর দেখে ছেড়ে দেওয়া হয়। কাঞ্চননগর এলাকার ‌এক ব্যক্তির বাড়ি থেকে বার্ড ওয়ান অ্যানিমেল ওয়েল ফেয়ার সোসাইটির সদস্যরা উদ্ধার করেন এই বিপন্ন প্রজাতির পানডুবি পাখিটিকে। জানা গেছে, পানকৌড়ির থেকে আকারে ছোট এই পাখিটি বর্তমানে বিপন্ন প্রায়। যেহেতু পুকুর এবং জলাশয়ের পরিমাণ কম, তাই এই পাখির প্রজাতি কমে আসছে।

Purba Bardhaman: জলের ঘরে ফিরবে পানডুবি পাখি, বর্ধমানে উদ্ধার

Advertisements

কাঞ্চননগরে রাজু ভৌমিকের বাড়ি থেকে পানডুবি উদ্ধার হয়। এই পাখি সাঁতারে খুব পারদর্শী। এদের লেজ থাকে না। এরা অনুমানিক চার-পাঁচটা ডিম দেয়। এরা নেটিভ বার্ড। জলজ জায়গায় থাকে।