Ramakrishna Mission Attack: রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় ধরপাকড় পুলিশের, গ্রেফতার ৫

শিলিগুড়ি: লোকসভা ভোটের মুখে বিরাট অ্যাকশন পুলিশের। এবার রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission Attack) হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।     জানা…

short-samachar

শিলিগুড়ি: লোকসভা ভোটের মুখে বিরাট অ্যাকশন পুলিশের। এবার রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission Attack) হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

   

জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সাংবাদিক বৈঠকে শিলিগুড়ির ডিসিপি এই তথ্য দিয়েছেন। তিনি জানান, গত ১৯ তারিখ রাতে কিছু লোক রামকৃষ্ণ মিশনে ঢুকে ভাঙচুর চালায়। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো ও শ্যামল বৈদ, ভক্তি নগর থানার বাসিন্দা এবং রাজু বসাক মাটিগাড়া থানার বাসিন্দা।

ডিসিপি আরও বলেন, রামকৃষ্ণ মিশনের দায়ের করা এফআইআর অনুসারে, ১৯ তারিখ রাত তিনটে নাগাদ প্রদীপ রাই নামে এক ব্যক্তি ১০-১২ জনকে নিয়ে ঢুকে রামকৃষ্ণ আশ্রমে বসবাসকারীদের মারধর করে এবং তাদের মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রদীপ রাইও জমির মালিকানা দাবি করে এফআইআর দায়ের করেছেন।

ডিসিপি জানিয়েছেন যে এই জমিটি আগে শুকরা রাই নামে এক ব্যক্তির নামে ছিল, তিনি জমিটি হরদয়াল সিং নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন এবং হরদয়াল সিং জমিটি এস কে রাই নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন, যিনি এই জমিটি রামকৃষ্ণ মিশনকে দিয়েছিলেন। কোনও মিউটেশন হয়নি, তাই এই জমিটি এখনও শুক্র রায়ের নামে রয়েছে। তবে এর মালিক রামকৃষ্ণ মিশনে রয়েছেন। তিনি বলেছিলেন যে পুলিশ পুরো মামলাটি তদন্ত করছে এবং এই মামলায় আরও অনেককে গ্রেফতার করা যেতে পারে। জানা যাচ্ছে, মূল অভিযুক্ত এখনও অধরা।