Rampara: ২৫০ বছর ধরে বাঁকুড়ার গ্রামে শুধুই জু়ড়ে রয়েছে রাম-নাম

এ যেন শ্যাম বেনেগালের সিনেমার সজ্জনপুরে। গ্রামের সবার নামের সঙ্গে রাম (Name of Ram)। একেবারে শুরুতে। যেমন- রামরতন, রামচরণ, রামসেবক, রামময়, রামঅর্জুন সহ বিভিন্ন নাম।…

Rampara, Bankura

short-samachar

এ যেন শ্যাম বেনেগালের সিনেমার সজ্জনপুরে। গ্রামের সবার নামের সঙ্গে রাম (Name of Ram)। একেবারে শুরুতে। যেমন- রামরতন, রামচরণ, রামসেবক, রামময়, রামঅর্জুন সহ বিভিন্ন নাম। গোবলয়ের কোনও রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়ার গ্রাম। বাঁকুড়া শহরের কাছেই সানবাঁধের রামপাড়া।

   

পাড়ার নাম, বাসিন্দাদের নাম সবেতেই রাম। স্থানীয়দের দাবি, এটা গ্রামের আড়াইশো বছরের পুরোনো রীতি। ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন।  আবেগে ভাসছে রামপাড়া।

গ্রামের কুলদেবতা রাম। গ্রামে রাম মন্দির আছে। মন্দিরে তিন বেলা পুজিত হন রঘুবর। সকালে একপস্থ রামের মূর্তির পাশাপাশি সালহগ্রাম শীলাকে স্নান করিয়ে আর্নিক করানো হয়। তারপর দেওয়া হয় শীতল। এরপর দুপুরের দেওয়া হয় অন্নভোগ, রাতের বেলায় আরেকবার আহ্নিক করে প্রভু রামকে শোয়ানো হয়। এভাবেই বাংলার গ্রামে রোজ রামের পুজো হচ্ছে। সেটাও আবার কমপক্ষে ২৫০ বছর ধরে।

সোমবার অযোধ্যায় মেগা ইভেন্ট। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে উৎসবের মেজাজ বাঁকুড়ার রামপাড়ায়।