কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমী পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাম-নবমী পালনের পরিকল্পনা করলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ক্যাম্পাসের ভিতরে কোনও ধর্মীয় উৎসব পালন করা যাবে না। তবে এবিভিপি তাদের সিদ্ধান্তে অনড়৷ দাবি, রবিবার সকাল সাড়ে ১১ টায় তারা রাম-নবমী পালন করবেই। (ram navami controversy in ju)
শ্রী রামচন্দ্রের আরাধনা করতে চাই ram navami controversy in ju
এ বিষয়ে এবিভিপির কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন পাল বলেছেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছোট করে শ্রী রামচন্দ্রের আরাধনা করতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের বাইরে নয়! এখানে ইফতার ও সরস্বতী পুজোর মতো উৎসব ধুমধাম করে পালিত হতে পারে, তাহলে রাম-নবমী পালনে নিষেধাজ্ঞা কেন?” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে এই একপেশে সিদ্ধান্ত আমরা আগেই আঁচ করতে পেরেছিলাম।”
তবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমী পালন করা যাবে না, সেই প্রশ্নের উত্তর রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য নেই, এবং যিনি অস্থায়ী উপাচার্য ছিলেন, তাঁকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে কোনও অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়, এমন একটি রেজুলিউশন পাস করা হয়েছে, যা সহ-উপাচার্য এবং ডিনদের সই রয়েছে।
রাম-নবমী পালনে নিষেধাজ্ঞা কেন? ram navami controversy in ju
তবে এবিভিপি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তাদের দাবি, “যেহেতু উপাচার্য না থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজ চলছে, তাহলে রাম-নবমী পালনে নিষেধাজ্ঞা কেন?” উল্লেখযোগ্য যে, এর আগে রাম মন্দিরের ভূমি পুজোর দিন বিশ্ববিদ্যালয়ে লাইভ স্ট্রিমিং করার চেষ্টা করেছিল এবিভিপি, কিন্তু সে সময়ও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
এখনও পর্যন্ত কোনও সমাধান না আসায় এবিভিপি তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এদিন বিকেল ৫টায় সাংবাদিক বৈঠকও করা হয়৷