ব্যারাকপুরে একটি বিরিয়ানির দোকানের সামনে দুষ্কৃতিরা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। দুজন আহত হয়েছেন।এই প্রসঙ্গে মুখ খুললেন বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তিনি জানান, ব্যারাকপুরে ক্রাইম রেট প্রায় জিরো বলা চলে। ওই বিরিয়ানি দোকানের মালিক বাপি দাস যদি আগে থেকে সচেতন হতেন, তাঁর ফোনে যে হুমকি মেসেজ এসেছিল সেগুলি পুলিশকে জানালে এরকম ঘটনা ঘটত না।
বিধায়ক তথা পরিচালক এদিন রাজ্যবাসীকে এই ধরনের ঘটনা থেকে সতর্ক বার্তা দিয়ে জানান, ফোনে কোনও হুমকি মেসেজ বা কল এলে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে কোনও দুর্ঘটনা হওয়ার আগেই সেটা আটকাতে পারবে পুলিশ।
ব্যারাকপুরের পুলিশ কমিশনারের প্রশংসা করেছেন রাজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা অত্যন্ত ভালো মানুষ এবং খুবই সক্রিয়। তিনি সকলের কথা শোনেন। বাপি দাস যদি তাঁর ফোনে আসা হুমকি মেসেজগুলি তাঁকে দেখাতেন, তাঁর সঙ্গে কথা বলতেন, তাহলে হয়ত এই ধরনের গুলি চালানোর ঘটনায় আটকানো যেত।