কলকাতা: ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে বাংলা। রোদ ও আর্দ্রতার দাপটে একপ্রকার নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। তবে এই দাবদাহের মাঝে কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে রাজ্যের বহু জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ— দুই বঙ্গেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। (rain thunderstorm relief heatwave)
১৫ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি rain thunderstorm relief heatwave
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা কতটা হবে তা এখনই নিশ্চিত নয়। তবে আশেপাশের জেলায় বৃষ্টি হলে তার প্রভাবে শহরবাসী কিছুটা ঠান্ডা বাতাসের পরশ পেতে পারেন।
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। যদিও এখনও পর্যন্ত কালবৈশাখী নিয়ে কোনও নির্দিষ্ট পূর্বাভাস মেলেনি, তবুও এই দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আংশিক কালবৈশাখীর পূর্বাভাস হিসেবেই ধরা যেতে পারে।
উত্তরেও বৃষ্টি rain thunderstorm relief heatwave
উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই চিত্র দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সপ্তাহান্তে সেখানে ঝড়বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে বলে অনুমান।
তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ— দুই জায়গাতেই আগামী পাঁচদিন তেমন কোনও পরিবর্তন আসবে না।
কলকাতার আবহাওয়ার খতিয়ান অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৪০ শতাংশ থাকার সম্ভাবনা।
গরমের দাপট rain thunderstorm relief heatwave
যদিও বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, তবে গরমের দাপট তাতে কমেনি। বরং বৈশাখের শুরুতেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করেছে, এই বছর রাজ্যে তাপমাত্রা গড়ে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। কলকাতায় তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে পারে বলে আশঙ্কা।
সব মিলিয়ে বলা যায়, সাময়িক স্বস্তি দিলেও এই ঝড়বৃষ্টি গরমের প্রকোপ পুরোপুরি কমাবে না। বর্ষা আসা পর্যন্ত গরমের দাপট থেকেই যাবে— এমনটাই বলছে আবহাওয়াবিদেরা।
West Bengal: West Bengal struggles with intense heat, but relief is expected as thunderstorms hit multiple districts. From Kolkata to Darjeeling, rain and gusty winds may cool temperatures. Find out the full weather forecast, including expected rainfall & temperature changes.