কালীপুজোয় বৃষ্টি, সপ্তাহান্তে ভিজবে গোটা বঙ্গ

west bengal rain forecast 15

কলকাতা: কালীপুজো আসতেই ফের মেঘলা হবে শহরের আকাশ। দুর্গাপুজোর পর এবার কালীপুজোর সপ্তাহান্তেও বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— দুই অঞ্চলেরই একাধিক জেলায় শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে স্পষ্ট বলা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত রাজ্যে কোনও বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে, তবে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় দিনের বেলায় রোদ ওঠার সম্ভাবনাই বেশি। তাপমাত্রা থাকবে প্রায় স্বাভাবিক— সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।

   

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকলেও, তাতে অস্বস্তির কারণ তেমন থাকবে না। তবে, সপ্তাহান্তে হাওয়া বদল ঘটবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার ফলে মেঘ জমে বৃষ্টি নামতে পারে।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে রবিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সাগরদ্বীপ ও দিঘা উপকূলে মেঘলা আকাশের সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আবহবিদদের মতে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে রাজ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই নিম্নচাপের প্রভাব খুব গভীর হবে না, ফলে বৃষ্টি ব্যাপক হবে না, বরং বিচ্ছিন্ন এলাকাভিত্তিক হবে বলেই মত বিশেষজ্ঞদের।

তবে কালীপুজোর আবহে এই বৃষ্টি খানিকটা প্রভাব ফেলতে পারে। প্যান্ডেল উদ্বোধন, দীপাবলির কেনাকাটা কিংবা রাতে আতসবাজি— সবকিছুতেই হালকা বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হতে পারে। যদিও আলিপুরের দাবি, এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না; বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে এবং রবিবার সন্ধ্যার পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন