কলকাতা: মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ সকাল থেকেই মুখভার আকাশের। রাজস্থান এবং অসমে জোড়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বসন্তের শুরুতেই বৃষ্টির ছোঁয়া। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি নেমেছে৷ ভোরের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশার দাপটও দেখা গিয়েছে৷ একটু বেলা বাড়তেই নামে বৃষ্টি।
বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টি নামলেও গরম কিন্তু কমছে না৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে বেশ কিছু জেলায়। বজ্রপাত হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ এদিকে, দার্জিলিং ও সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতে। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে বলে পূর্বাভাস৷ এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও, সন্ধ্যের পর থেকেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে থাকবে। সন্ধ্যার পরেই বাড়বে বৃষ্টির দাপট৷ যদিও রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়৷
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
শনিবার ফের ভিজবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা৷ এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে।