গরম থেকে সাময়িক স্বস্তি পেতে পারে রাজ্যবাসী। বৃহস্পতিবার বিকেলের দিকে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তাছাড়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও ঢুকছে রাজ্যে। এই দুইয়ের জোড়া ফলায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওযার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা-সহ শহরতলীতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়া। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।
শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা আগামী কয়েকদিন ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেট বাড়তে পারে। শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারও মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।