কলকাতা: নিম্নচাপের ধাক্কায় দিশেহারা শীত৷ লাফিয়ে চড়েছে পারদ৷ এরই মধ্যে বৃষ্টির ভ্রুকূটি৷ শুক্র ও শনি রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপই মূল ভিলেন৷ এর অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে থাকলেও প্রভাব পড়তে চলেছে এ রাজ্যের উপরেও৷ হু হু করে জলীয় বাষ্প ঢুকে পড়বে বাংলার বাতাসে। যা বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আজ, বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷ (Rain expected in Bengal)
বৃষ্টি হবে শহর কলকাতায় Rain expected in Bengal
হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে শহর কলকাতায়৷ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়ায়৷
শনিবারও আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হবে না৷ কলকাতা-সহ বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় জেলায়৷ উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
বাড়ছে তাপমাত্রা Rain expected in Bengal
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য বেশি। তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ ফলে শীতের আমেজ আপাতত উধাও হবে বলেও মনে করা হচ্ছে। তবে বড়দিনের আগেই ফের ব্যাট হাতে শীত মাঠে নেমে পড়বে বলেই আশা আবহবিদদের। শীত ফিরলে একেবারে জমে যাবে ক্রিসমাস পার্টি।
West Bengal: Low pressure disrupts winter in Bengal. Rain expected across districts including Kolkata, Howrah, Hooghly, and more. Alipore Weather Office predicts light to moderate rain.