রেলের টিকিটে বড় বদল, না জানলেই বিপদ

দেশ জুড়ে চলছে রেল (Rail Ticket) নিয়ে বিশেষ সতর্কতা। সঙ্গে থাকছে নতুন নিয়ম। চলতি মাসেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়েছে রেল। এই নিয়ম না…

indian railways

দেশ জুড়ে চলছে রেল (Rail Ticket) নিয়ে বিশেষ সতর্কতা। সঙ্গে থাকছে নতুন নিয়ম। চলতি মাসেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়েছে রেল। এই নিয়ম না জানলে মাঝপথেই বিপদে পড়বে রেল যাত্রীরা। এমনকী নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে বলেও জানা গেছে রেল সূত্রে। এই প্রথমবার ওয়েটিং টিকিটে নিয়ম নিয়ে এল রেল। যাত্রীরা যাতে এই নিয়ম মেনে চলে, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে টিটিই দের।

আসলে, ওয়েটিং টিকিটে রিজার্ভেশন কোচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে রেল (Rail Ticket)। অর্থাৎ আপনার টিকিট যদি নিশ্চিত না হলে আপনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। এমনকী যদি কোনও স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন, ক্ষেত্রেও আপনি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না।

   

আপনি যে কম্পার্টমেন্টের জন্য টিকিট কিনে থাকুন না কেন, সেই টিকিট যতক্ষণ পর্যন্ত না সংরক্ষিত হচ্ছে ততক্ষণ আপনি সেই ট্রেনে ভ্রমন করতে পারবেন না। রেলের নিয়ম হল, আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন এবং তা নিশ্চিত না হয়, তাহলে তা বাতিল করুন এবং টাকা ফেরত পান।

রেলের (Rail Ticket) নিয়মে বলা হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে কোনও যাত্রীকে যদি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা যায়, তাহলে তাকে ৪৪০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি টিটি তাঁকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে রেল। তাই রেল যাত্রার আগে এই সকল নিয়ম জেনে রাখা জরুরী।