সুবিচার চেয়ে স্ট্যাম্প দিয়ে প্রেসক্রিপশনে প্রতিবাদ

আরজি কর-কাণ্ডে (RG Kar Death Case) বর্তমানে বাংলা সহ সমগ্র দেশ, বিদেশ উত্তাল হয়ে রয়েছে। বাংলার ‘বিজয়া’-কে ন্যায় বিচার পাইয়ে দিতে প্রতিবাদে সরব হয়েছেন সমাজের…

আরজি কর-কাণ্ডে (RG Kar Death Case) বর্তমানে বাংলা সহ সমগ্র দেশ, বিদেশ উত্তাল হয়ে রয়েছে। বাংলার ‘বিজয়া’-কে ন্যায় বিচার পাইয়ে দিতে প্রতিবাদে সরব হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। কবে মেয়ে ন্যায় বিচার পাবে সেই নিয়ে বর্তমানে বারংবার প্রশ্ন তুলছেন আরজি কর-কাণ্ডের নির্যাতিতার বাবা-মা। সন্তান হারানোর কষ্ট ঠিক কী তা যার যায় সেই একমাত্র বোঝেন। দিকে দিকে এই ঘটনায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। তবে এরই মাঝে এবার রায়গঞ্জ থেকে এক বড় খবর উঠে এল। রাস্তায় নয়, এবার চেম্বারে বসে উঠল প্রতিবাদের স্লোগান।

“জাস্টিস ফর আরজি কর” , লিখে সিল করলেন এক চিকিৎসক। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে গত ৯ আগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মহিলা, পুরুষ, স্কুল, কলেজ পড়ুয়া সকলেই। তবে এবার উত্তরবঙ্গের রায়গঞ্জ শহরে এমন এক ঘটনা ঘটল যারপরে কুর্নিশ জানাতে বাধ্য হয়েছেন সকলে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে?তাহলে জানিয়ে রাখি, কলকাতার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে বিশেষ স্ট্যাম্প বানিয়ে প্রেসক্রিপশনে ছাপ দিতে শুরু করলেন রায়গঞ্জের চিকিৎসক। আর এরকম কাণ্ড ঘটিয়ে বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছেন সকলে।

   

নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন বিশিষ্ট চিকিৎসক দেবব্রত রায়। দুপুর দুটোর পর চেম্বারে পাওয়া যাবে তাঁকে। এই দেবব্রত রায় একজন জেনারেল ফিজিশিয়ান এবং বুকের রোগ প্রশিক্ষিত চিকিৎসক। তিনি এখন প্রতিটি প্রেসক্রিপশনে ‘আরজি করঃ বিচার চাই’ We Want Justice, অপরাধ চক্রের বিনাশ চাই’ লেখা স্ট্যাম্প ছাপ দিচ্ছেন।

এদিকে চিকিৎসকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।