কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় দায়ী মোদী, কটাক্ষ রাহুলের

নিউজ ডেস্ক: রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। সোমবার দুর্ঘটনার খবর পেয়েই নিজের এক্স হ্যন্ডেলে শোকপ্রকাশ করেন তিনি। দুর্ঘটনায় মৃতদের…

নিউজ ডেস্ক: রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। সোমবার দুর্ঘটনার খবর পেয়েই নিজের এক্স হ্যন্ডেলে শোকপ্রকাশ করেন তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন,”মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দু:খ জনক। মৃতদের প্রতি সমবেদনা জানাই, এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকারের উচিত দুর্ঘটনায় মৃতদের ক্ষতিপূরণ প্রদান করা।”যদিও এই ট্যুইটেই রেল পরিষেবা নিয়ে কেন্দ্র সরকারের গাফিলতীর কথাও তুলে ধরেন। সেখানে কার্যত স্পষ্ট ভাষায় মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে রাহুল বলেন,”গত ১০ বছরে মোদী সরকারের অবহেলার ফলে সাধারন মানুষের জীবনে চরম সঙ্কটে পড়েছে। আজকের ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ।

   

 

যদিও দুর্ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্থদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল দফতর। এদিন ট্যুইট করে সেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ঞব। এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তবে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদী সরকারের গাফিলতীকে দায়ী করেন তিনি।

সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন অ্যান্টি কলিশন ডিভাইস নিয়েও। তিনি রেলমন্ত্রী থাকাকালীনই রেল সুরক্ষায় এই প্রযুক্তির আমদানী করেন বলে দাবি করেন। এরমধ্যে রাহুলের মন্তব্য,দুর্ঘটনা রাজনৈতিক দিকে মোড় নিতে শুরু করল বলেই মত বিশ্লেষকদের। গতবছর বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করে বিরোধীরা। সেবারও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ঞবের সামনে দাঁড়িয়েই রেলের গাফিলতী নিয়ে সওয়াল তোলেন তিনি।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে বাইকে চেপে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী। সামগ্রীক পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন,”গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তারপরই কী কারণে এই দুর্ঘটনা হয়েছে তা স্পষ্ট হবে।” এদিকে এই রেল দুর্ঘটনা নিয়ে মমতা-রাহুলের এই জোড়া আক্রমণ এখন মোদী সরকার কীভাবে সামলায় সেটাই দেখার।