Rahul Gandhi: মাধ্যমিকের মাঝে ন্যায় যাত্রা বিতর্ক, বীরভূমে পুলিশ-রাহুল মুখোমুখি

বিজেপি শাসিত অসমে ন্যায় যাত্রায় অশান্তি ছড়ানোর অভিযোগ এনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে সিআইডি নজরে রাহুল গান্ধী (Rahul Gandhi)। অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায়…

Rahul Gandhi: মাধ্যমিকের মাঝে ন্যায় যাত্রা বিতর্ক, বীরভূমে পুলিশ-রাহুল মুখোমুখি

বিজেপি শাসিত অসমে ন্যায় যাত্রায় অশান্তি ছড়ানোর অভিযোগ এনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে সিআইডি নজরে রাহুল গান্ধী (Rahul Gandhi)। অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা নিয়ে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া শরিক হলেও এ রাজ্যের শাসক তৃণমূল ও কংগ্রেসের রাজনৈতিক সংঘাত তুঙ্গে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বীরভূমে। মাধ্যমিক পরীক্ষার কারণে জেলা পুলিশ দেয়নি অনুমতি। ফলে বিতর্ক বাড়ল। অসমের মতো পশ্চিমবঙ্গেও রাহুলের যাত্রা রুখবে? উঠছে প্রশ্ন। প্রদেশ কংগ্রেসের কটাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বিজেপি সরকারের মতো আচরণ করছেন।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আজ বীরভূমে প্রবেশ করছে। কিন্তু এই ন্যায় যাত্রায় পুলিশের কোনও অনুমতি নেই। ফলে বীরভূমে ঢুকতে পারবেন না রাহুল গান্ধী কংগ্রেস নেতা–কর্মীদের নিয়ে। যা ঘিরে এখন আলোচনা তুঙ্গে উঠেছে। আজ এই বিষয়টি নিয়ে এই কথাই জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।

আগেও বাধা পেয়েছেন রাহুল গান্ধী। সেগুলিরও কারণ ছিল। তবে সার্বিক অবস্থা দেখে কংগ্রেস নেতারা খুশি নন। অথচ সর্বভারতীয় প্রেক্ষাপটে ইন্ডিয়া জোট রয়েছে। এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

বীরভূম সফর নিয়ে পুলিশ সুপারের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য পুলিশের পক্ষ থেকে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এরপরও আজকে বীরভূম জেলায় প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। এটা যদি ঘটে তাহলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার। এমনকী কোনও পথসভা বা জনসভা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisements

এছাড়া সূত্রের খবর, সকাল ৯টার সূচি বাতিল করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। আর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার পর বীরভূমে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাহুল গান্ধীর বীরভূমে থাকার কথা। ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে রামপুরহাট থানার মনসুবা মোড় এবং বগটুই মোড় হয়ে রাহুল গান্ধী ভাঁড়শালাপাড়া মোড়ে আসবে।

এই জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ জানান, রাহুল গান্ধীর যাত্রাপথে জেলার ২৫০ জন দলীয় কর্মী থাকছেন। এখানে তার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচি সেরে নলহাটি ও মুরারইয়ের রাজগ্রাম পেরিয়ে ‘ন্যায় যাত্রা’ চলে যাবে ঝাড়খণ্ডে।