Rachana Banerjee: গরু মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফের খবরে রচনা!

দুয়ারে লোকসভা নির্বাচন৷ টানটান উত্তেজনায় ভরপুর এই নির্বাচন চলবে সাত দফায়৷ তার আগে শেষ মুহূর্তের প্রচার সফরে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরাই৷ বরাবরই রাজনীতির…

Rachana Banerjee and her controversial comment

দুয়ারে লোকসভা নির্বাচন৷ টানটান উত্তেজনায় ভরপুর এই নির্বাচন চলবে সাত দফায়৷ তার আগে শেষ মুহূর্তের প্রচার সফরে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরাই৷ বরাবরই রাজনীতির আঙিনায় তারকা প্রার্থীরা আলাদা জায়গা জুড়ে থাকেন৷ তাই লোকসভা নির্বাচনেও রাজনৈতিক দলগুলি বেছে নিয়েছে তাদের তারকা প্রার্থীদের৷ আর তারই মধ্যে এবার অনেকেরই নজর রয়েছে হুগলিতে বিজেপি প্রার্থী লকেটের বিপরীতে দাঁড়ানো তৃণমূল প্রার্থী-অভিনেত্রী রচনা ব্যানার্জির ওপর৷

Advertisements

ইতিমধ্যেই কোমর বেঁধে একের পর এক প্রচার পর্ব সারছেন তিনি৷ তাই সংবাদ শিরোনাম জুড়েও প্রায়শই থাকছেন তিনি৷ কিন্তু এই আল্প কয়েকদিনের মধ্যে তার থেকেও বেশি যেন তিনি জায়গা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ আর এর পিছনে রয়েছে সাম্প্রতিককালে করা তাঁর কিছু মন্তব্য, যা বিষয়বস্তু হয়ে উঠেছে ট্রোল, মিমের৷

   

আরও পড়ুন: Rachana Banerjee: তৃণমূল প্রার্থী রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্তের বিজেপিতে যোগ; আরও বড় চমক অপেক্ষায়?

ঠিক কী হয়েছিল?
ভোটপ্রচারে গিয়ে এক দলীয় কর্মীর বাড়িতে ভোজ খেয়েছিলেন রচনা। পাতে দেওয়া দই খেয়ে তাঁর এতোটাই ভালো লেগে গিয়েছিল যে তিনি প্রশংসা করতে শুরু করেন৷ আর তা করতে গিয়েই নিজের মন্তব্যের কারণে ট্রোলড হন তিনি৷ তিনি বলেন, ‘সিঙ্গুর এত ঘাস এবং গাছপালায় ভর্তি, সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাকপাতা খেয়েই বড় হয়। আর সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু। ফলে তার যে দুধটা বেরোচ্ছে তা এত ভাল যে দইটাও এত ভাল হচ্ছে৷’

অভিনেত্রী তথা হুগলির তৃণমূল প্রার্থী রচনা সাফাই দিতে গিয়ে বলেন, চারিদিকে এত সবুজ! সিঙ্গুরের জমিতে গরুরা ঘাস খাচ্ছে। সেই জমির ফসল আমরাও খাচ্ছি। প্রতিটি বাড়ি যে সব্জি কিনছে, সেটাও সিঙ্গুরের জমির ফসল। সবাই সেটা খাচ্ছে। আমি সেটাই বলতে চেয়েছিলাম। আর তা নিয়ে মিম হয়ে গেল।’’

তবে এ নিয়ে খোঁচা দিতে ছাড়েননি লকেট৷ তিনি জানান, তৃণমূল প্রার্থীর কথাতেই স্পষ্ট যে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর কিছুই হয়নি। ঘাসই হচ্ছে সিঙ্গুরে।