সুপ্রিম কোর্টের কাজে যোগদানের নির্দেশকে তোয়াক্কা না করেই স্বাস্থ্য ভবন অভিযানের জন্য প্রস্তুত আরজি করের জুনিয়র চিকিৎসকেরা৷ আজ দুপুরেই স্বাস্থ্যভবন অভিযানে নামছেন তাঁরা৷ তবে এখানেই শেষ নয়, চিকিৎসকদের সঙ্গে আন্দোলনের পথে পা মেলাবেন সাধারণ নাগরিকরাও৷ তাঁরা করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্যভবনের দিকে এগোবেন৷ তবে চিকিৎসকদের সেই মিছিলকে রুখতে ইতিমধ্যেই পুলিশ আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছেন গোটা স্বাস্থ্যভবনকে৷ দেওয়া হয়েছে গাডরেল৷
এই মিছিলকে আটকাতে লোহার ব্যারিকেড দিয়ে ঘিয়ে ফেলা হয়েছে স্বাস্থ্যভবন চত্বর৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের গেট৷ কিন্তু জুনিয়র চিকিৎসকদের মতে, তাঁরা তাঁদের পাঁচটি দাবি নিয়ে অনড়৷ এই পাঁচ দফা দাবির মধ্যে ছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্যসচিব-স্বাস্থ্য অর্ধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অর্ধিকর্তার পদত্যাগ, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যকর্মীদের সঠিক নিরাপত্তা, ‘থ্রেট কালচার’-বন্ধ করতে হবে।
এই দাবি নিয়েই তাঁরা আজ স্বাস্থ্যভবন অভিযানে নামছেন৷ ইতিমধ্যেই করুণাময়ীতে জমায়েত করেছেন সকলেই৷ বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভিড়। মিছিল করে ধীরে ধীরে তাঁরা এগনো শুরু করেছেন। আন্দোলনকারীদের সাফ কথা, “স্বাস্থ্যদপ্তরের ভিতরের ঘুঘুর বাসা ভাঙতেই হবে।” তাঁদের দাবি যদি মানা না হয়, লালবাজার অভিযানের মতো স্বাস্থ্যভবনের সামনেই বসে পরবেন বলে হুমকি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।