বলরামপুরে মর্মান্তিক দুর্ঘটনা, বোলেরো-ট্রেলার সংঘর্ষে মৃত ৯

আদ্রা: শুক্রবার সকালে পুরুলিয়ার বলরামপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। বলরামপুর থানার অন্তর্গত নামশোল গ্রামের কাছে, জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে এই…

mother-dies-in-tragic-road-accident-while-searching-for-her-son-in-sector-5

আদ্রা: শুক্রবার সকালে পুরুলিয়ার বলরামপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। বলরামপুর থানার অন্তর্গত নামশোল গ্রামের কাছে, জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়িটি।

বিয়েবাড়ি থেকে ফিরছিল বোলেরোটি

জানা গিয়েছে, বোলেরো গাড়িটি পুরুলিয়ার দিক থেকে ফিরছিল ঝাড়খণ্ডের নিমডি এলাকায়। একটি বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। বলরামপুরের দিকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলেই উল্টে যায় দুই গাড়ি।

Advertisements

স্থানীয় বাসিন্দারা এবং বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে পৌঁছনোর পর ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের সকলের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি এলাকায়।

   

দু’দিন আগেও দুর্ঘটনা Purulia Road Accident

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে যানবাহন অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। দুই দিন আগেও এক মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের।

দুর্ঘটনার পর রাস্তা জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়। তবে বলরামপুর থানার পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে খবর, ট্রেলারের চালক ও খালাসি দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।