Purulia: দলীয় রেষারেষি থেকেই খুন? আদ্রায় তৃণমূল নেতাকে মারতে সুপারি কিলার এসেছিল

বিক্ষোভে জ্বলছে রেল শহর আদ্রার (Purulia) রাজপথ। রেলের এই কসমোপলিটন শহরটিতে আগেও যে রাজনৈতিক খুন হয়নি তা নয়, তবে সাম্প্রতিক অতীতে এমন প্রকাশ্যে রাজনৈতিক খুন…

Killer in Adra

বিক্ষোভে জ্বলছে রেল শহর আদ্রার (Purulia) রাজপথ। রেলের এই কসমোপলিটন শহরটিতে আগেও যে রাজনৈতিক খুন হয়নি তা নয়, তবে সাম্প্রতিক অতীতে এমন প্রকাশ্যে রাজনৈতিক খুন হয়নি। আদ্রার তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করা হয় বৃহস্পতিবার রাতে। আর শুক্রবার সকাল থেকে এই শহর জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে যে রাজনৈতিক খুনের পর্ব চলেছে তার নবতম সংযোজন আদ্রায় খুনের ঘটনা।

আততায়ীরা জানত ধনঞ্জয়ের গতিবিধি:
আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে খুনের আগে এলাকা রেইকি (ঘুরে দেখা) করা হয়। তদন্তে উঠে আসছে ধনঞ্জয় চৌবেকে যেভাবে দলীয় দফতরে গুলি করা হয়েছে তাতে স্পষ্ট সেখানকার আটঘা়ঁট সম্পর্কে ওয়াকিবহাল ছিল খুনিরা। পুলিশের অনুমান সুপারি কিলার দিয়ে এই খুন করানো হয়েছে। এই খুনের ঘটনায়৭ এম এম পিস্তল ব্যবহার হয়েছে। মোট ৮ রাউন্ড গুলি ছুঁড়েছে দুই সুপারি কিলার।

   

পঞ্চায়েত ভোটের টিকিটের কারনে খুন?
রাজ্যে পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূলের টিকিট পাওয়া ঘিরে তীব্র গোষ্ঠিবাজি চলছে। বিদ্রোহীরা দলত্যাগ বা নির্দল হচ্ছেন। আদ্রায় তৃ়ণমূল নেতা খুনের পর এই দিকটি তদন্তে বিশেষ লক্ষ্যনীয় পুলিশের কাছে। দলীয় গোষ্ঠিবাজির জেরে ধনঞ্জয় চৌবেকে খুন করা হয়েছে এমন যুক্তি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisements

কংগ্রেস-তৃ়ণমূল রেষারেষি
মুর্শিদাবাদের মতো পুরুলিয়ায় কংগ্রেসের বড় সংগঠন। এই জেলায় পুরভোটে ঝালদায় কংগ্রেস নেতা তপন কান্দুকে খুন করা হয়েছিল। আর পঞ্চায়েত ভোটে আদ্রায় খুন করা হলো তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে। এই মামলার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ জামালপুরানো দাগী আসামী। সে আগে খুনের মামলায় জেল খেটেছে। অপর ধৃত আরসাদ হোসেন আগে তৃণমূল করত। দলীয় টিকিট না পেয়ে এবার গগনাবাদ বেকো পঞ্চায়েত এলাকা থেকে কংগ্রেস প্রার্থী হয়েছে।

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর দাবি, খুনি যেই হোক সে শাস্তি পাক। তবে কংগ্রেসকে অহেতুক জড়ানো হচ্ছে। তিনি নিজেও খুনের হুমকি পেয়েছেন বলে আগেই জানান। হেভিওয়েট কংগ্রেস নেতা ও বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর অভিযোগ, তৃণমূলের অন্তর্কলহে ধনঞ্জয় চৌবেকে খুন করা হয়েছে। জেলা তৃ়ণমূল কংগ্রেসের অভিযোগ, ধনঞ্জয় চৌবে খুনে জড়িতরা রাজনৈতিক মদতপুষ্ট।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News