Purulia: কুড়মি বিক্ষোভে রাজ্য থেকে বিচ্ছিন্ন জঙ্গলমহল

সড়ক ও রেল পথে জঙ্গলমহলের সাথে মহানগরী কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন। চলছে কুড়মি বিক্ষোভ। কুড়মি সম্প্রদায়কে তফশিলী তালিকাভুক্ত করতে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে টানা ২৪…

short-samachar

সড়ক ও রেল পথে জঙ্গলমহলের সাথে মহানগরী কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন। চলছে কুড়মি বিক্ষোভ। কুড়মি সম্প্রদায়কে তফশিলী তালিকাভুক্ত করতে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে টানা ২৪ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষত জঙ্গলমহলের অম্তর্গত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তির্ণ অংশ সড়ক ও রেলপথে বিচ্ছিন্ন।

   

বিক্ষোভের জেরে ৮৪টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধের সঙ্গে শুরু হয়েছে রেল অবরোধ।একইভাবে পুরুলিয়ার কুস্তাউর স্টেশন অবরুদ্ধ। হাজার হাজার যাত্রী বিপদে পডেছেন।

দুই জেলার প্রশাসনে লাগাতার বৈঠক করছে। তবে বিক্ষোভকারীরাও অনড়। অভিযোগ, দাবি পূরণ না হলে অবরোধ চলবে।