Sunday, December 7, 2025
HomeTop StoriesPurulia: আদিবাসীদের রেল রোকো প্রত্যাহার, চরম ভোগান্তির শেষ

Purulia: আদিবাসীদের রেল রোকো প্রত্যাহার, চরম ভোগান্তির শেষ

- Advertisement -

শনিবার সকাল থেকেই পুরুলিয়ায় (Purulia) শুরু হয়েছে রেল অবরোধ। কাঁটাডি স্টেশনে লাইনের উপর বসে বিক্ষোভ দেখতে শুরু করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।যারফলে থমকে যায় বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয় একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।তবে দুপুরের পর পুরুলিয়া কাঁটাডি রেল স্টেশন থেকে অবরোধ প্রত্যাহার করে আদিবাসী সেঙ্গেল অভিযান

রেল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া স্টেশনে দীর্ঘক্ষণ প্রায় ১০ ঘণ্টা দাঁড়িয়েছিল রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।হাতিয়া-টাটানদর এক্সপ্রেস অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।ভুবনেশ্বর যাওয়ার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর এক্সপ্রেসও আদ্রা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।হাওড়া-চক্রধরপুর ট্রেনরে রুটও বদল করা হয়েছে। চক্রধরপুর-গোমো এক্সপ্রেস, বিলাসপুর-পাটনা এক্সপ্রেস, টাটানগর-আরা এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়ে গিয়েছে টাটানগর-আসানসোল মেমু ট্রেন।

   

পৃথক সারনা ধর্মের কোড চালু করার দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলনে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। কিন্তু দাবি-দাওয়া এখনও পূরণ হয়নি। এমন অবস্থায় শনিবার সকাল থেকে ফের রেল অবরোধ শুরু করেছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।

শুধু পুরুলিয়াতেই নয়, মালদার আফিনা স্টেশনেও রেল অবরোধ করে আন্দোলনকারীরা। অবরোধ চলে পশ্চিম বর্ধমানের কালিপাহাড়ি স্টেশনেও। প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular