বৃহম্পতিবার থেকে শুরু হচ্ছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্মপ্রেস। ওই দিন এই ট্রেন পুরী থেকে যাত্রা শুরু করবে। বন্দে ভারত এক্সপ্রেস ২০ মে (শনিবার) থেকে নিয়মিত চলবে। অতি কম সময়ে যাওয়া যাবে হাওড়া থেকে পুরী, লাগবে মাত্র সাড়ে ৬ ঘণ্টা। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে –
Advertisements
২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস – হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা ১০ মিনিটে; পুরী পৌঁছবে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। বন্দে ভারত এক্সপ্রেস ওইদিন পুরী থেকে ছাড়বে দুপুর ১ টা ৫০ মিনিটে এবং হাওড়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে।
Advertisements
বন্দে ভারত এক্সপ্রেস থামবে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে! যাত্রীরা বুধবার থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
