HomeWest BengalPurba Medinipur: ৪ দিন ধরে নিখোঁজ বেসরকারি মাদ্রাসার আবাসিক বালক

Purba Medinipur: ৪ দিন ধরে নিখোঁজ বেসরকারি মাদ্রাসার আবাসিক বালক

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে কাঁথি থানার দুরমুঠের বেসরকারি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা বাহরুল উলুমের এক আবাসিক বালক। পুলিশ জানিয়েছে, নিখোঁজের নাম সমিউল আলি শাহ (১৪)। বাড়ি কাঁথি শহরের দারুয়ার রঘুরামপুর এলাকায়।

সংশ্লিট মাদ্রসায় ৩ বছর ধরে আবাসিক সে। মাদ্রাসায় গত ২১ জানুয়ারি সকালের ক্লাসে শেষ দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে বেপাত্তা। পরিচিত, পরিজনের বাড়িতে বাড়িতে হন্যে হয়ে ঘুরেও তার খোঁজ পাননি পরিবার।

   

উপায় না পেয়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। গত ২২ জানুয়ারি দায়ের হওয়া নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। নিখোঁজ হওয়ার পর থেকেই সমিউলের ছবি হাতে নানা জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন তাঁর বাবা রহিবুল আলি শাহ।

তিনি বলেন, “নিখোঁজ হওয়ার দু’দিন আগে মাদ্রাসারই আবাসিক যুবক শেখ হাসার উদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসেছিল ছেলে। তারপর কয়েকদিন আমার বাড়িতে থেকে ওই যুবক কাছেই তার বাড়িতে চলে যায়। আমার ছেলে মাদ্রাসায় ফিরে যায়। তারপর আমার ছেলেটা কীভাবে, কোথায় হারিয়ে গেল, বুঝতে পারছি না৷’’  রহিবুলের ধারণা, তাঁর ছেলেকে কেউ বা কারা অপহরণ করে আটকে রেখেছে৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular