Home West Bengal Purba Medinipur: শাড়ি খুলে গেছে CPIM সমর্থকের তবু টানছে পুলিশ, নন্দকুমারে প্রবল...

Purba Medinipur: শাড়ি খুলে গেছে CPIM সমর্থকের তবু টানছে পুলিশ, নন্দকুমারে প্রবল উত্তেজনা

নন্দকুমারে মহিলাকে মারধরের ছবিতে প্রবল বিতর্ক। শনিবার সিপিআইএমের বিক্ষোভ ঘিরে ফের সংঘর্ষের আশঙ্কা।

রাস্তায় মহিলা সিপিআইএম (CPIM) সমর্থককে বেদম মারধর করছেন এক মহিলা পুলিশকর্মী। শাড়ি খুলে গেছে ওই বিক্ষোভকারীর। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এ দৃশ্য ভাইরাল হয়ে গেল রাজ্য জুড়ে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দকুমার। দফায় দফায় পুলিশ ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলেছে।

Advertisements

CPIM__SSC_Scamশুক্রবার দুপুরের পর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচি ঘিরে নন্দকুমারের পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝে জেলা সিপিআইএম সম্পাদক নিরঞ্জন সিহিকে দলীয় অফিস থেকে টেনে বের করে নিয়ে যায় পুলিশ।

   

CPIM__SSC_Scam

সিপিআইএম দলীয় কার্যালয়ে পুলিশের অভিযান

CPIM__SSC_Scam

বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়ে বাধা পান বাম সমর্থকরা। শুরু হয় ব্যারিকেড ভাঙা। পুলিশ লাঠি চালায়। উত্তেজিত বাম সমর্থকরা ইট ছেড়েন। চার পুলিশকর্মী আহত হয়েছেন। তমলুকের এসডিপিও সাকিব আহমেদ জানান, এই ঘটনার পর সিপিআইএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতেও সরগরম নন্দকুমার। বিভিন্ন জায়গায় বাম সমর্থকরা অবরোধ করছেন বলে জানা যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলার অভিযোগ এনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কলকাতায় জানান, ৩১ শে জানুয়ারি জেলার সর্বত্র প্রতিবাদ বিক্ষোভ প্রচার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সূ্ত্রে খবর, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার নন্দকুমার বিডিও অফিসে ডেপুটেশন কর্মসুচি ছিল। মিছিল করে সেখানে যান জেলার বাম নেতা ও সমর্থকরা। বিডিও অফিসের সামনে পুলিশ আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই শিরি হয় লাঠি চার্জ। গ্রেফতার করা হয়েছে নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়েক সহ ১৩ জনকে। বেশ কয়েকজন জখম।

Advertisements