Purba Medinipur: মন্দারমনিতে উত্তাল সাগরে তলিয়ে গেলেন ৫ পর্যটক

সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সৈকত থেকে বঙ্গোপসাগরে নামার পর ভয়াবহ কাণ্ড। পাঁচ পর্যটক তলিয়ে গেলেন। এক পর্যটককের দেহ মিলেছে বলে স্থানীয় নুলিয়ারা জানান। পূর্ব মেদিনীপুরের (Purba…

সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সৈকত থেকে বঙ্গোপসাগরে নামার পর ভয়াবহ কাণ্ড। পাঁচ পর্যটক তলিয়ে গেলেন। এক পর্যটককের দেহ মিলেছে বলে স্থানীয় নুলিয়ারা জানান। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) দীঘা ও মন্দারমনির সাগর সৈকত উত্তাল। অমাবস্যার কারণে জলের টান তীব্র। পর্যটকদের সাগরে নামতে নিষেধাজ্ঞা করা হচ্ছে বারবার। তবে নিষেধাজ্ঞা উড়িয়ে বিপদ ডাকছেন তারা।

শুক্রবার দুপুরে মন্দারমণিতে ঘটে এই দুর্ঘটনা। পাঁচ যুবকের মধ্যে স্থানীয় বাসিন্দারা তিন জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। অপর এক যুবক এখনও নিখোঁজ। তাদের খোঁজ চলছে।

   

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে উত্তাল দীঘা ও মন্দারমনির উপকূল।আছড়ে পড়ছে উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস। এই কারণে সৈকত থেকে পর্যটকদের দূরে রাখতে তৎপর জেলা পুলিশ প্রশাসন। দীঘা, তাজপুর মন্দারমনির উপকূলবর্তী এলাকায় পর্যটক সমাগম প্রচুর। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা উড়িয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সাগরে নামছেন। বৃহস্পতিবার দীঘায় এক পর্যটক তলিয়ে গিয়েছিলেন। তাকে কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা। আর শুক্রবার মল্দারমনিতে একসাথে পাঁচ জন তলিয়ে যাওয়ার পর তীব্র আতঙ্ক ছড়ায়। শুরু হয় উদ্ধারকাজ। এই পাঁচ জন কলকাতা থেকে এসেছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কলকাতা থেকে মন্দারমণিতে এসেছিলেন এই যুবকরা। শুক্রবার ঘটেছে বিপত্তি। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস। নিখোঁজ দুই যুবক হলেন ওসামা আহেত এবং আতিফ হায়দার। মৃত যুবকের নাম নাভেদ আখতার।এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়।

সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। কিন্তু দুপুরের দিতে নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তারা। স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন।