Purba Bardhaman: ‘আজ যাচ্ছি কাল তৃণমূলকে মারব’, বড়শূলে পুুলিশের সামনেই বাম হুমকি

মনোনয়ন জমা না করতে পেরে উত্তেজিত বাম সমর্থকদের হুমকি, “কাল আবার আসব। তৃণমূল পেটাব।” পূর্ব বর্ধমানের (purba bardhaman) শক্তিগড় মোড়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন জমা পর্বে তৃ়ণমূল ও সিপিআইএম সংঘর্ষে তীব্র উত্তেজনা।

Advertisements

১৪৪ ধারা ছিল বর্ধমান-২ বিডিও দফতরের এক কিলোমিটার আগে। অভিযোগ, সেখান থেকে অনেক দূরে শক্তিগড়ের বড়শূল মোড়ে পথ আগলে রেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই মোড়েই বাম-তৃণমূল (cpim-tmc clash) সংঘর্ষে প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে পূর্ব বর্ধমানের  শক্তিগড় মোড় সরগরম। মনোনয়ন জমা না করতে পেরে বাম সমর্থকদের হুমকি, “কাল আবার আসব। তৃণমূল পেটাব।”

Advertisements

সিপিআইএম সমর্থকরা বলছেন, বিডিও দফতর থেকে নেতাদের বলা হয় মঙ্গলবার মনোনয়ন জমা করতে। সেই কথা মেনে নেন নেতারা। ফেরার সময় তৃণমূল সমর্থকদের হুমকি দিয়ে়ছেন সিপিআইএম সমর্থকরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই উত্তেজিত বাম সমর্থকদের হুঁশিয়ারি, “কাল এসে তৃণমূল পেটাব”।

যদিও মনোনয়ন রোখার অভিযোগ মানতে চাননি জেলা তৃ়ণমূল নেতারা। পাল্টা অভিযোগ, সিপিএমের সমর্থকরা দলীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে।