Purba Bardhaman: হাই তোলা হালুম…! বাঘ মামার ছবি বিক্রির টাকা CPIM তহবিলে দিলেন দিব্যেন্দু

রাজা আসে রাজা যায়…! বাংলার রাজপাটে বাম রাজা চলে গিয়েছে একযুগ আগে। তবে আছেন রাজার মতো কিছু সমর্থক যারা ‘দল করেন’। বর্ধমান শহরের  দিব্যেন্দু দুবে…

Purba Bardhaman: হাই তোলা হালুম...! বাঘ মামার ছবি বিক্রির টাকা CPIM তহবিলে দিলেন দিব্যেন্দু

রাজা আসে রাজা যায়…! বাংলার রাজপাটে বাম রাজা চলে গিয়েছে একযুগ আগে। তবে আছেন রাজার মতো কিছু সমর্থক যারা ‘দল করেন’। বর্ধমান শহরের  দিব্যেন্দু দুবে (রাজা) তেমনই এক CPIM সমর্থক। তিনি বাঘের ছবি তোলেন। সেই ছবি বিক্রির টাকা দান করলেন দলীয় তহবিলে।

Purba Bardhaman: হাই তোলা হালুম...! বাঘ মামার ছবি বিক্রির টাকা CPIM তহবিলে দিলেন দিব্যেন্দু

হালুম করা বাঘের ছবি। কোনওটা আবার হাই তোলা ক্লান্ত বাঘ। ছানা সহ বাঘিনি, জল খাওয়ার সময় হিমশীতল চোখে চেয়ে থাকা ‘বনের মামা’ এসবই চিত্রগ্রাহক দিব্যেন্দু দুবের দুর্দান্ত সংগ্রহ। তিনি বিভিন্ন সময়ে বাঘের ছবি তুলে প্রশংসিত ও পুরষ্কৃত। তেমন কোনও পেশাদারি প্রশিক্ষণ নেই। তবে ছবি তুলতে তুলতে দিব্যেন্দু বাঘের ছবির সংগ্রহশালা করেছেন। সেরকমই কিছু বাঘের ছবি বিক্রি করে সিপিআইএমের তহবিলে দান করলেন। তাঁর একক উদ্যোগে চমক বাম মহলে।

হঠাৎ এমন উদ্যোগ কেন? kolkata 24×7-কে দিব্যেন্দু দুবে বলেছেন, দলের জন্য কত জন কত কিছু দান করছেন। আমিও সেই চেষ্টা করলাম। তা বলে বাঘের ছবি বিক্রি? দিব্যেন্দুর দাবি, বাঘের ছবি চমকপ্রদ। আমার সংগ্রহে থাকা ছবির কিছু বিক্রি করলাম। সেই টাকা আমি পার্টির তহবিলে দিলাম।

Purba Bardhaman: হাই তোলা হালুম...! বাঘ মামার ছবি বিক্রির টাকা CPIM তহবিলে দিলেন দিব্যেন্দু

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে দলটির জেলা সম্পাদক সৈয়দ হোসেনের হাতে বাঘের ছবি বিক্রি করার টাকা তুলে দেন দিব্যেন্দু (রাজা)।  সিপিআইএম জেলা কমিটির তরফে জানানো হয়েছে, ‘দিব্যেন্দুর শখ জঙ্গলে জঙ্গলে বাঘের ছবি তুলে বেড়ানো।  সেই জঙ্গলে তোলা কয়েকটি বাঘের ছবি ডিজিটাল মাধ্যমে বিক্রি করে প্রাপ্তি হয়েছে ৩৫০০ টাকা। সেই টাকার পুরোটাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের আক্রমণে আক্রান্ত দলীয় সমর্থকদের জন্য গঠিত তহবিলে জমা দিয়েছেন দিব্যেন্দু দুবে।

Advertisements

বাঘের ছবিওয়ালা দিব্যেন্দু দুবে বাম রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারি। দেশের বিভিন্ন জঙ্গলে (কানহা, বান্ধবগড়) বাঘের ছবি তুলতে যান। তিনি বলছেন, মূলত মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের অভয়ারণ্যগুলিতে বাঘের ছবি তুলেছি। এই ছবিগুলোর বেশকিছু বিভিন্ন সময়ে পুরষ্কৃত হয়েছে। সেই ছবি থেকে গোটা ছয়েক আমি অনলাইনে বিক্রির জন্য দিয়েছিলাম। প্রথম দফায় ছবি বিক্রির টাকা দলীয় তহবিলে দিয়েছি। পরবর্তীতে আরও দেব।

তিনি বলেন, এখন মধ্যপ্রদেশ সরকারের একটি বিশেষ প্রদর্শনী চলছে। সেখানে দেশ বিদেশের অনেক চিত্রগ্রাহক অংশ নিয়েছেন। আমি ও আমার কন্যা দেবাদৃতার তোলা বাঘের ছবিও প্রদর্শিত হচ্ছে। এই ছবি বিক্রি করেও টাকা জমা করব দলীয় তহবিলে। 

এ রাজ্যে আছেন এমন বহু বাম সমর্থক যারা তাদের দলকে বিভিন্ন সময়ে আর্থিক সাহায্য করছেন। সিপিআইএম সেকথা প্রচার করে। কেউ তুলে দেন  বাড়ির দলিল, কেউ দেন জমানো অর্থ। বর্ধমান শহরের বাম সমর্থক দিব্যেন্দু দুবে দিলেন বাঘের ছবি বিক্রির টাকা।  তবে বাঘের ছবি বিক্রির টাকা কেউ দলকে দিয়েছেন বলে নেতারাও মনে করতে পারছেন না। দিব্যেন্দুকে জানানো হয় তার দলের তরফে ‘অভিনন্দন’।