আবহাওয়া বিভাগের সতর্কতা ছিল ঝড় হবে। সবাই ভেবেছিলেন আর পাঁচটা কালবৈশাখী (Kalbaisakhi) যেমন হয় তেমনই কিছু হবে। কালবৈশাখীর এমন রূদ্র রূপ বর্ধমান শহরবাসীর ভাবনারও বাইরে ছিল। ভয়াবহ ঘূর্ণির মতো কালবৈশাখী বয়ে গেল (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের সদর বর্ধমান সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়।
প্রলয়রূপী ঝড়ের গতিবেগ ঘণ্চায় কত? আবহাওয়া বিভাগের পূর্বাভাস ছিল ঘণ্টায় ৬০- ৮০ কিলোমিটার হতে পারে। ঝড়ের গতি সেরকমই ছিল বর্ধমানের উপর।
প্রবল ঝড় সাথে বৃষ্টি।এতে তীব্র গরম থেকে মুক্তি মিলেনন। কিন্তু ঝড়ের তাণ্ডবে একাধিক গাছের ডাল ভেঙেছে। বর্ধমান শহরের গাছে ঘেরা এলাকা কৃষ্ণসায়র পরিবেশ কানন সংলগ্ন এলাকায় ঝড়ের ভয়াবহতা দেখে এলাকাবাসী চমকে যান। সাম্প্রতিককালে এমন ঝড় হয়নি।
ঝড়ের ছদ্মবেশে যেন ঘূর্ণি বয়ে গেল বর্ধমানের উপর দিয়ে।