Purba Bardhaman: জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ

পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ। পর্ষদের কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট৷

Justice Abhijit Gangopadhyay

পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ। পর্ষদের কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট৷ চেয়ারম্যানকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে তিনি নিজে জমা না দিয়ে পর্ষদের এক কর্মচারীকে দিয়ে এ কাজ করিয়েছেন। এই বিষয় বিচারপতি জিজ্ঞাসা করতেই, অসুস্থ ছিলেন তাই এই কাজ করেছেন। আদালতে ক্ষমা চেয়ে একথা বললেন মধুসূদন ভট্টাচার্য।

আরও পড়ুন: Purba Bardhaman: ইডি জেরা এড়িয়ে গলসিতে জনসমুদ্রে ভাসলেন সায়নী ঘোষ

সশরীরে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যকে। আদালতের এই নির্দেশ না মানায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অসুস্থ হলে পদত্যাগ করুন অন্য লোক কাজ করবে। আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে কাজ করতে অপারক”।