Purba Bardhaman: পঞ্চায়েত ভোটে বাড়ল মৃত্যুর সংখ্যা, নিহত কেতুগ্রামের বাম সমর্থক

পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের শেষ পর্বে এসে রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা বাড়ল। পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম দাবি করেছে, তাদের এক সমর্থকের মৃত্যু হয়েছে। জানানো হয়, মৃত…

cpim Purba Bardhaman: পঞ্চায়েত ভোটে বাড়ল মৃত্যুর সংখ্যা, নিহত কেতুগ্রামের বাম সমর্থক

পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের শেষ পর্বে এসে রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা বাড়ল। পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম দাবি করেছে, তাদের এক সমর্থকের মৃত্যু হয়েছে। জানানো হয়, মৃত বাম সমর্থক জেলার কেতুগ্রামের বাসিন্দা।

জেলা সিপিআইএম জানিয়েছে, মৃতের নাম পুলক সরকার। তিনি পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল ঘাতক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন। গুরুতর জখম হন। তার চিকিৎসা চলছিল কলকাতায় এনআরএস হাসপাতালে। সোমবার সেখানেই তার মৃত্যু হয়।

   

সিপিআইএম জানিয়েছে, পঞ্চায়েত ভোট পর্বে পূর্ব বর্ধমান জেলায় দুই বাম সমর্থকের মৃত্যু হলো। ভোটের আগের দিন আউসগ্রামে তৃ়ণমূলের হামলায় জখম হয়ে কলকাতায় চিকিৎসাধীন রাজিবুল হকের মৃত্যু হয়। এর পর কেতুগ্রামের পুলক সরকারের মৃত্যু হলো।

সিপিআইএমের অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ভোটের দিন টিএমসি সমর্থককে কাটোয়ায় খুন করা হয়। এই ঘটনায় জড়িত সিপিআইএম। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে বাম শিবির।