Purba Bardhaman: পুলিশদের সাবধান করছি… ছেলে-ছোকরাদের রক্ত এমনিতেই গরম থাকে, মীনাক্ষীর হুঁশিয়ারি

থিকথিকে ভিড় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায়। দলনেত্রী মীনাক্ষি মুখার্জির (Minakshi Mukherjee) ভাষণে গরম হয়ে গেল সিপিআইএম। তিনি বলেছেন, সাবধান করছি, সাবধান করে দিতে চাইছি, পুলিশ যদি তৃণমূলের দালালি করে, ছেলে ছোকরাদের রক্ত এমনিতেই গরম থাকে। কিছু হলে দায় নিতে পারব না। ‘স্বাধীনতা বাঁচাও, কাজের অধিকার দাও’ এই দাবিতে সিপিআইএমের যুব সংগঠন DYFI পূর্ব বর্ধমান জেলা (Purba Bardhaman) কমিটির উদ্যোগে সমাবেশে ভাষণ দেন মীনাক্ষী মুখার্জি।

বাম নেত্রীর ভাষণ শুনতে এদিন দুপুর থেকে বর্ধমানে সিপিআইএম কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

   

মীনাক্ষী সরাসরি তৃ়ণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি নিয়ে সরব হন। তিনি বলেন, আগে যেমন টিএমসির পোস্টারে সততার প্রতীক সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকত, এখন থাকেনা। ওই ছবিতে এখন পানের পিক পড়ে। রাজ্য জুডে কর্মসংস্থান শিকেয় উঠেছে। কাজের দাবিতে আন্দেলন চলছে।

সিপিআইএম যুব ও ছাত্র সংগঠনের প্রতি সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মীনাক্ষী। তিনি বলেন, পুলিশ যদি কোনওভাবে গায়ে হাত দেয়, তাহলে সাবধান করে দিচ্ছি, কিছু হলে দায় নিতে পারব না। এই প্রসঙ্গে তিনি বারবার হাওড়ার আনিস খান মৃত্যুর পরবর্তী থানা ঘেরাও আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন