Purba Bardhaman: আতশবাজি নয় গোষ্ঠিবাজি, তৃণমূল কার্যালয়ে বস্তা ভর্তি বোমা

কালীপুজার আতশবাজি নয়, গোষ্ঠিবাজিতে ব্যবহারের জন্য বোমা রাখা হয়েছিল বলেই কটাক্ষ পূর্ব বর্ধমানের (Purba Bardgaman) অমরপুরবাসীর। শনিবার সকালে জেলার জামালপুরের অমরপুর এলাকার তৃ়ণমূল কংগ্রেস (TMC)…

Crude Bombs

কালীপুজার আতশবাজি নয়, গোষ্ঠিবাজিতে ব্যবহারের জন্য বোমা রাখা হয়েছিল বলেই কটাক্ষ পূর্ব বর্ধমানের (Purba Bardgaman) অমরপুরবাসীর। শনিবার সকালে জেলার জামালপুরের অমরপুর এলাকার তৃ়ণমূল কংগ্রেস (TMC) কার্যালয়ে বস্তাভর্তি বোমা (Bomb) মিলেছে।

Advertisements

পঞ্চায়েত ভোটের আগে শাসক দল তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব সর্বত্র। কলকাতায় হেভিওয়েট নেতারা পরস্পরকে বাক্য বোমা ছুঁড়ছেন। আর জেলায় জেলায় গোষ্ঠিদ্বন্দ্ব চরমে উঠছে।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমানের জামালপুর গত বিধানসভা ভোটে বাম শিবিরের হাতছাড়া হয়। ভোট পরবর্তী হিংসায় খুন ও রাজনৈতিক সংঘর্ষে তীব্র উত্তপ্ত ছিল জামালপুর। এবার পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতি রীতিমতো গরম এখানে।

শনিবার সকালে জামালপুরের অমরপুরে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বোমা ভর্তি ওই বস্তা কোনওকমে সরানো হয়।

এলাকাবাসী বলছেন, এই ঘরটি তৃ়ণমূল কংগ্রেসেপ একটি অস্থায়ী কার্যালয়। বোমা উদ্ধারের পর এলাকার তৃণমূলের দুটি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ।