Purba Bardhaman: রাতভর হামলা জামালপুরে, বোমা কুড়িয়ে নিয়ে গেল পুলিশ

‘রাতভর হামলা হয়েছে, একটার পর একটা বোমা পড়েছে। পুলিশকে বারবার বলেও তারা আসেনি।’ এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী সুশান্ত মণ্ডলের।…

Purba Bardhaman: রাতভর হামলা জামালপুরে, বোমা কুড়িয়ে নিয়ে গেল পুলিশ

‘রাতভর হামলা হয়েছে, একটার পর একটা বোমা পড়েছে। পুলিশকে বারবার বলেও তারা আসেনি।’ এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী সুশান্ত মণ্ডলের। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

রাজ্যের অন্যতম রাজনৈতিক সংঘর্ষ কবলিত এলাকা জামালপুর পঞ্চায়েত ভোটেও গরম। এলাকাবাসী বলছেন, রাতে হামলা হয় বারবার। রবিবার সকালে বাম প্রার্থীর বাড়ির চারদিকে বোমা পড়ে থাকতে দেখে আরও আতঙ্ক ছড়ায়। যে কোনও সময় সেই বোমা ফাটতে পারে এমনই আশঙ্কা ছিল।

   
Advertisements

খবর পেয়ে বেলার দিকে আসে পুলিশ। কোনওরকমে একটি টিনের কৌটায় জলের মধ্যে বোমা চুবিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর বক্তব্য বিস্ফোরণে জখম হতে পারতেন পুলিশ অফিসার।