বীরভূমের বগটুইগ্রামে গণহত্যার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলছে তল্লাশি। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় রোজই বোমা উদ্ধার হচ্ছে। পিছিয়ে নেই বা়ঁকুড়া।
Advertisements
তবে বর্ধমান শহরবাসী আতঙ্কিত। সম্প্রতি শহরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ হয়। এবার বর্ধমানের লাকুর্ডি এলাকায় বিপুলা পরিমাণ বোমা সহ ধৃত দুষ্কৃতি। তাকে গ্ৰেফতার করল বর্ধমান সদর থানার পুলিশ । ধৃতের নাম নাজেম সেখ ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবক নদিয়ার হাটগাছা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে চারটি দেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩৪ টি বোমা উদ্ধার হয়েছে
Advertisements
নদিয়া থেকে এই বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতি কোথায় যাচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানে সে কেন এসেছিল খোঁজ করছে পুলিশ। এই চক্রের আর কে কে যুক্ত তার হদিস চলছে।


