Purba Bardhaman: ‘আবার কুমির এসেছে গো’ কালনার ঘাটে ঘাটে আতঙ্ক

মহালয়ার দিন সকাল থেকে তর্পন করে স্বর্গত পূর্ব পুরুষের জন্য প্রার্থনা করতে গিয়েই বিপত্তি। হঠাৎ শোনা গেল ‘আবার কুমির এসেছে গো’। গতায়ু পূর্বজদের জন্য তর্পন…

Purba Bardhaman: 'আবার কুমির এসেছে গো' কালনার ঘাটে ঘাটে আতঙ্ক

মহালয়ার দিন সকাল থেকে তর্পন করে স্বর্গত পূর্ব পুরুষের জন্য প্রার্থনা করতে গিয়েই বিপত্তি। হঠাৎ শোনা গেল ‘আবার কুমির এসেছে গো’। গতায়ু পূর্বজদের জন্য তর্পন করতে গিয়ে নিজেদের কুমিরের খাদ্য হয়ে স্বর্গে যেতে কে চায়! অগত্যা চাচা আপন প্রাণ বাঁচা এই নিয়মে অত্যন্ত সতর্কতার সাথে গঙ্গার (ভাগিরথী) ঘাটে চলছে তর্পন। কুমির আতঙ্কে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা পুরসভার তরফে ঘাটে দেওয়া হয়েছে সতর্কতার পোস্টার।

কয়েকদিন আগে কালনার পাড়ায় ঘুরে বেড়িয়েছিল একটা বিরাট কুমির। লোকালয়ে কীভাবে কুমির? বিশেষজ্ঞরা মনে করেছিলেন, ভাগীরথী নদী থেকেই কুমিরটি চলে আসতে পারে। সেই ভাগীরথীর তীরেই আজ মহালয়ার দিনে তর্পণ করতে জড়ো হয়েছে বহু মানুষ। এবার কালনার ভাগীরথী নদীতে কুমির তাড়াতে বোমা ফাটাচ্ছেন বন কর্মীরা। কুমির আতঙ্ক কাটাবার জন্য বনদফতরের তরফ থেকে নদী তীরবর্তী সমস্ত ঘাটে জল বোমা ফাটানো হচ্ছে। মানুষের মধ্যে থেকে আতঙ্ক কাটাতে বন দফতরের পক্ষ থেকে মাইকে করে প্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, কদিন আগে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় লোকালয়ের মধ্যেই একটি কুমির ঢুকে পড়েছিল। গভীর রাতে ওই এলাকায় কুকুর প্রচণ্ড ডাকতে শুরু করেছিল। পরে এলাকাবাসীরা বেরিয়ে দেখেন, পাড়ার মধ্যে কুমির ঘুরে বেড়াচ্ছে। শেষ কবে এমন ঘটনার সাক্ষী থেকেছেন, তা মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

Purba Bardhaman: 'আবার কুমির এসেছে গো' কালনার ঘাটে ঘাটে আতঙ্ক

Advertisements

গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে ওই পাড়ায় কুমির ঢুকে পড়ার যে ছবি ভাইরাল হয়েছে। বিশালাকার কুমির বাড়ির দরজা বেয়ে ওঠার চেষ্টা করছিল। পরে কুমিরটি ধরে নিয়ে যায় বনদফতর

ওই এলাকার পাশেই ভাগীরথী। তাই সেখান থেকে কুমির লোকালয়ে চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ওই নদীবক্ষেই আবার সেখানকার বাসিন্দার মহালয়ার দিন তর্পণ করেন। তাই এদিন সকাল থেকেই বনকর্মীরা বিশেষভাবে সক্রিয় ভাগীরথীর তীরে ।