Purba Bardhaman: জলে রক্তে থৈ থৈ, মৃতদেহ টেনে বের করা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে

যাত্রীদের উপর বিশাল জলের ট্যাংক ভেঙে পড়ে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বর্ধমান জংশনে ভয়াবহ পরিস্থিতি। একাধিক যাত্রী নিহত। জখম বহু। অনেকেই গুরুতর জখম। চিকিতসা চনছে…

Purba Bardhaman: জলে রক্তে থৈ থৈ, মৃতদেহ টেনে বের করা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে

যাত্রীদের উপর বিশাল জলের ট্যাংক ভেঙে পড়ে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বর্ধমান জংশনে ভয়াবহ পরিস্থিতি। একাধিক যাত্রী নিহত। জখম বহু। অনেকেই গুরুতর জখম। চিকিতসা চনছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান জংশন হলো হাওড়া-শিয়ালদহ থেকে আসানসোল হয়ে দিল্লি ও উত্তরবঙ্গ যাওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ জংশন।

Purba Bardhaman

বিশাল জলের ট্যাঙ্কটি এদিন দুপুর ১২টার কিছু পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের উপর। সেই সময় হাওড়া কর্ড ও মেন শাখার যাত্রীরা ট্রেন ধরার জন্য ছিলেন। তাদের সংখ্যা বেশি। এছাড়া দূরপাল্লার ট্রেন যাত্রীরাও ছিলেন। ট্যাংকটি ভেঙে পড়ে সরাসরি দুটি প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশের লোহার শেডের উপরে। সেই শেড ভেঙে পড়ে যাত্রীদের উপর । অনেকেই চাপা পড়েন। পরিস্থিতি ভয়াবহ।

ট্যাঙ্ক ভেঙে কতজন চাপা পড়েন তা স্পষ্ট নয়। পরিস্থিতি এমনই যে যাত্রীরা বারবার এই স্টেশনে দুর্ঘটনার জন্য রেলের যাত্রী সুরক্ষার দিকে অভিযোগের আঙুল তুলছেন। বেসরকারীভাবে আসছে মৃত্যুর খবর।

Purba Bardhaman

Advertisements

ট্যাঙ্ক ভেঙে পড়ায় জলের সাথে রক্ত মিশে আরও ভয়াবহ পরিস্থিতি। উল্টোদিকে ১ নম্বর ও ৪ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের মোবাইলে ধরা পড়েছে এই ছবি। প্রবল শব্দে স্টেশনের বাইরে থাকা অনেকেই হতচকিত হয়ে যান। ভিতরে ঢুকে দেখা যায় কতটা বিপজ্জনক অবস্থা।

Purba Bardhaman: জলে রক্তে থৈ থৈ, মৃতদেহ টেনে বের করা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে

২০২০ সালে হুড়মুড়িয়ে ভেঙেছিল বর্ধমান স্টেশনের মূল প্রবেশ পথে থাকা পুরনো ভবনের একাংশ। সেবার দোতলার বারান্দা ও তিনতলা ছাদের একাংশও ভেঙে পড়েছিল। এবার ভাঙল প্ল্যাটফর্মের উপর জলের বিশাল ট্যাংক।