HomeWest BengalPurba Bardhaman: দুয়ারে কুমির! কালনা শহরে অবশেষে স্বস্তি

Purba Bardhaman: দুয়ারে কুমির! কালনা শহরে অবশেষে স্বস্তি

- Advertisement -

রাতভর আতঙ্ক এই বুঝি বিশাল হাঁ করে ঘরে ঢুকল। দুয়ারে কুমির! কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডবাসীর চোখে ঘুম ছিলনা। রাতভর কুমির – পুলিশে লুকোচুরি চলেছে। দশ ফুটের ভয়াল কুমির নিজের খেয়ালে পাড়ায় পাড়ায় ঘুরছে। এই উভচর ভয়াল। একবারে একটি মানুষ খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে। তীব্র হিংস্র। ফলে কুমির আতঙ্কে কাঁপছিলেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা পুরসভার ভাগীরথী তীরবর্তী ১০ নম্বর ওয়ার্ডবাসী। সকাল হতেই বিশাল কুমির স্পষ্ট দেখে আরও আতঙ্কিত হন এলাকাবাসী। শুরু হয় বনদফতরের কুমির অভিযান।

কালনা জাপটের পালপাড়া এলাকার রাস্তায় বিশাল কুমির ধরা পড়ে। বনকর্মীরা ওই কুমিরটিকে জালে ফেনে নিয়ে যান। টানা ১২ ঘণ্টা পর কালনাবাসী স্বস্তিতে। আতঙ্কে রাতে কেউ ঘুমোতে জাননি। বাড়ির আশেপাশে এবং এলাকায় সেই কুমির ঘোরাঘুরি করছিল। তবে নদী থেকে উঠে আসার পর কুমিরটি দেখে আতঙ্ক ছড়ালেও সেই কুমির তেড়ে আসেনি। নিজের মনে এপাড়া ওপাড়ায় ঘুরছিল। পিছন পিছন নজর রাখছিল পুলিশ। আক্রমণ না করলেও বিশাল কুমির দেখে ভয় ছড়ায়।

   

বারবার ভাগীরথীর কুমির ডাঙায় উঠে আসছে। এর পিছনে আবহাওয়া ও প্রকৃতি পরিবর্তনের কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু মারাত্মক হিংস্র প্রাণী কুমির তাই আতঙ্ক থেকেই গেল। কালনাবাসী বলছেন আবার দুয়ারে কুমির দেখা যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular