ইডি-র মামলায় পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড়, দ্রুত তথ্য জমার নির্দেশ

কলকাতা: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাবেন তিনি৷ তবে তার আগে…

Money laundering through trust

কলকাতা: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাবেন তিনি৷ তবে তার আগে চার্জ গঠন করতে হবে। সুপ্রিম নির্দেশ পাওয়ার পরই চার্জ গঠনের তোড়জোড় শুরু করে দিল ইডি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে বলেই ইডিকে নির্দেশ বিচারভবনের। (process of charge frame in ed case)

প্রায় প্রতি দিনই চলবে বিচার process of charge frame in ed case

এবার থেকে প্রায় প্রতি দিনই বিচার প্রক্রিয়া চলতে পারে বলে সোমবার মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছে নিম্ন আদালত। নিয়োগকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’রও৷ 

   

সোমবার বিচারভবনের তরফে জানানো হয়েছে, আগামী বুধবারের মধ্যে সাক্ষী তালিকা তৈরি করে ফেলতে হবে ইডিকে। ৫ নম্বর সাপ্লিনেন্টরি চার্জশিটে  অভিযুক্ত হিসাবে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে নোটিস এবং নথি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।

 

 

১ ফেব্রুয়ারির মধ্যে পার্থর জামিন process of charge frame in ed case

উল্লেখ্য, প্রায় আড়াই বছর অপেক্ষার পর গত শুক্রবার ইডির মামলায় জামিন পান রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন বলে জানায় সুপ্রিম কোর্ট। তবে চলতি মাসেই চার্জ গঠন করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার জড়িত গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করার চেষ্টা চালাবে ট্রায়াল কোর্ট। ট্রায়াল কোর্টের বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে। সমস্ত তথ্য জোগাড়ের পরই পার্থর জামিনের নির্দেশ কার্যকর হবে। আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে৷ 

 West Bengal: Supreme Court grants conditional bail to Partha Chatterjee in recruitment scam. ED to file charges within 24 hours. Daily court proceedings expected. Other accused include Sujay Krishna Bhadra.