নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল সোজা পুকুরে, মর্মান্তিক পরিণতি ৩ যাত্রীর

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে মৃতরা তমলুক থানায় শ্রীরামপুর গ্রামের বাসুদেব মাঝি (৩০), পরমানন্দপুর…

private car lost control and fell into the pond at tamlu in east medinipur 3 dead

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে মৃতরা তমলুক থানায় শ্রীরামপুর গ্রামের বাসুদেব মাঝি (৩০), পরমানন্দপুর গ্রামের বিদ্যুৎ শাসমল ( ৪৬) ও উওর চাংরাচক গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিক (৩৫)। বাকী একজন আহত শিবু হাজরা।

মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

   

মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা

সূত্রের খবর, বুধবার বিকালে একটি প্রাইভেট গাড়ি তমলুকে দিকে যাচ্ছিল। তমলুকে শ্রীরামপুরে কাছে পৌঁছালে প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এসে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুঁটে আসে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।

ফিশফ্রাই-কুকিজ-জলভরা সন্দেশে হয়নি, এবার মমতার হস্তক্ষেপ! মিটবে সুদীপ-কুনাল দ্বৈরথ?

তমলুক থানায় এক পুলিশ আধিকারিক বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনা ফলে তিনজনের মৃত্যু হয়েছে। দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার মাইতি বলেন, ‘হঠাৎ বিকট আওয়াজ শুনে ছুঁটে আসি। এরপর দেখি পুকুরের মধ্যে একটি গাড়ি নেমে গিয়েছে। দ্রুত উদ্ধার কাজে হাত লাগাই।’