বনধের ডাক আলু ব্যবসায়ীদের! হু হু করে বাড়তে পারে আলুর দাম

এক দিকে বৃষ্টি ঘাটতি, অন্যদিকে তীব্র গরম। এ দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির (Potato Price) দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয়…

Close-up photo of a single potato, with a rough, brown skin and a few small eyes, on a plain background

এক দিকে বৃষ্টি ঘাটতি, অন্যদিকে তীব্র গরম। এ দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির (Potato Price) দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সবজির দর দেখেই মাথায় হাত মধ্যবিত্তের। কয়েক দিনের জন্য হাফ সেঞ্চুরিও করে ফেলেছিল আলু (Potato Price)। এখন অবশ্য দাম কিছুটা কমেছে। এরই মধ্যে দুঃসংবাদ। ফের বাড়তে পারে আলুর দাম।

দাম কমানো নিয়ে সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার বাঁকুড়ার জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন সমিতি কর্তারা। তারপরই কর্মবিরতির কথা ঘোষণা করেন তাঁরা। রবিবার থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।

   

এই কর্মবিরতির জেরে ফের দামবৃদ্ধি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এর মূল কারণ হল – কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আলুর জোগান যাবে। ফলে দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না ব্যবসায়ীদের। সেই জন্য পরিস্থিতি সামাল দিতে দাম বাঁড়ানোর পথে হাঁটা ছাড়া আর কোনও রাস্তা থাকবে না।

৫৯ বছর বয়সে ফের বিয়ের পিড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

এদিকে বাংলায় বর্ষা ঢুকলেও এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী।

বাজারের এই আগুন দর দেখেই তড়িঘড়ি ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান শুরু করে কৃষি বিপণন দফতর, টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। এরপর থেকেই আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

গাড়ি থেকে নেমে জুতো নিয়ে তেড়ে গেলেন শুভেন্দু! কী এমন হল?

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকছে। তার মধ্যেই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সরকারের তরফে নতুন কী অবস্থান নেওয়া হয় সেদিক সংগঠনের তরফে নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।