দুর্নীতি ঠেকাতে নয়া দাওয়াই! রাতারাতি হাজার হাজার কর্মীর বদলির নির্দেশ নবান্নর

পঞ্চায়েতে ‘ঘুঘুর বাসা’ ভাঙতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি চালু করল রাজ্য সরকার। দ্রুত এই নীতি কার্যকর করা…

preventing-panchayat-corruption-west-bengal-introduces-new-transfer-policy

পঞ্চায়েতে ‘ঘুঘুর বাসা’ ভাঙতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি চালু করল রাজ্য সরকার। দ্রুত এই নীতি কার্যকর করা হবে। নবান্ন সূত্রে খবর, তিন বছরের বেশি কোনও কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না।

ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে নবান্ন। কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েত স্তরের কর্মীদের বদলি শুরু হবে। এর ফলে পঞ্চায়েতের হাজার হাজার সরকারি কর্মীর কর্মস্থলের ঠিকানা বদলে যাবে। যদিও ঠিক কবে থেকে এই প্রক্রিয়া চালু হবে, তা সরকারিভাবে জানানো হয়নি।

   

নবান্ন সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত দফতরের এই নির্দেশিকা প্রত্যেকটি জেলায় পাঠানো হয়েছে। যাঁরা তিন বছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন, তাঁদেরকে এখনই বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মমতার নির্দেশই সার, সাতসকালে বুলডোজার দিয়েই চলছে হকার উচ্ছেদ

এর আগে ২০২২ সালেও একই ধরনের নির্দেশ দিয়েছিল নবান্ন। ২০২২ এর অগস্টে জেলাগুলিকে নবান্ন নির্দেশ দিয়েছিল, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে সব কর্মী একই অফিসে তিন বছরের বেশি সময় ধরে রয়েছেন, তাঁদের অবিলম্বে বদলি করতে হবে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে।

যদিও সেই নিয়ম এখনও সর্বত্র কার্যকর করা হয়নি বলে খবর। সেই কারণেই ফের কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। এবার বদলির নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি নবান্ন। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত বদলি করে সেই রিপোর্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে পেশ করতে হবে।

গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফর এবার আরও আনন্দের! যুগান্তকারী পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহু কর্মী রয়েছেন, যাঁরা দিনের পর দিন একই জায়গায় কাজ করছেন। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তা সামাল দিতেই এই নির্দেশিকা বলেই মনে করা হচ্ছে।