কলকাতা: দুই দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (president murmu west bengal visit)। আগামী ৩০ ও ৩১ জুলাই তাঁর সফরসূচি চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই সফরে কল্যাণীর AIIMS-এ প্রথম সমাবর্তন অনুষ্ঠান ও দক্ষিণেশ্বর কালীমন্দির দর্শন রয়েছে রাষ্ট্রপতির কর্মসূচিতে। সফরকে কেন্দ্র করে কলকাতা, কল্যাণী এবং দক্ষিণেশ্বরে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
কল্যাণী AIIMS-এ প্রথম দিন
৩০ জুলাই দুপুরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে MI-17 হেলিকপ্টারে রওনা দেবেন কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ কল্যাণীতে পৌঁছনোর কথা। সেখানেই বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
প্রেসিডেন্ট মুর্মু কল্যাণী AIIMS-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
দক্ষিণেশ্বরে পুজো, রাজভবনে রাতযাপন
কল্যাণীর কর্মসূচি সেরে রাষ্ট্রপতি ফের হেলিকপ্টারে কলকাতা ফিরবেন। বিকেল ৫:১৫ নাগাদ বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রওনা দেবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে তিনি আরতি দর্শন ও পুজো দেওয়ার কথা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতির জন্য আলাদা করে একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি হয়েছে।সন্ধ্যার পরে রাজভবনে ফিরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেখানেই রাত্রিবাস করবেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি ও প্রত্যাবর্তন
৩১ জুলাই সকাল ৯:২০ থেকে ৯:৫০—এই আধঘণ্টায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক রয়েছে রাষ্ট্রপতির। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখান থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন।
নিরাপত্তায় চূড়ান্ত সতর্কতা
রাষ্ট্রপতির সফর ঘিরে রাজ্য পুলিশ ও ভারতীয় বায়ুসেনা যৌথভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দক্ষিণেশ্বর মন্দির এলাকা সহ কল্যাণী ও কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জোনে নিরাপত্তার বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে।