SIR শুনানি: এবার প্রাক্তন পুলিশ কমিশনার ও তাঁর ছেলেকে তলব এসডিও অফিসে

Prasun Mukherjee SIR notice

কলকাতা: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক থামার লক্ষণ নেই। অমর্ত্য সেন ও মহম্মদ শামির পর এবার নির্বাচন কমিশনের নোটিসের তালিকায় নাম উঠল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের। শুধুমাত্র প্রসূনবাবু নন, নোটিস পাঠানো হয়েছে তাঁর পুত্র তথা কংগ্রেস নেতা রণজিৎ মুখোপাধ্যায়কেও।

কেন এই নোটিস?

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় প্রসূন মুখোপাধ্যায় এবং রণজিৎ মুখোপাধ্যায়ের নাম ছিল না। নিয়ম অনুযায়ী, যাদের নাম খসড়া তালিকায় নেই বা পুরনো তথ্যে গরমিল রয়েছে, তাদের সকলকেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিস পাঠাচ্ছে কমিশন।

   

রণজিৎ মুখোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, “২০০২ সালে আমার বাবা উত্তরবঙ্গে আইজি (IG) পদে কর্মরত ছিলেন। সেই কারণেই সম্ভবত তৎকালীন তালিকায় নাম ছিল না।” তিনি আরও জানান, আগামী ১৪ বা ১৫ তারিখ তাঁদের এসডিও (SDO) অফিসে গিয়ে প্রমাণ করতে হবে যে তাঁরা বৈধ ভোটার।

বিজেপির বিরুদ্ধে তোপ রণজিতের Prasun Mukherjee SIR notice

নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রণজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যেটা ভেবেছিল যে রোহিঙ্গা বা মুসলিমদের নাম বাদ যাবে, বাস্তবে দেখা যাচ্ছে হিন্দুদেরই বেশি নাম বাদ যাচ্ছে। আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করেছি, অথচ এখন আমাকে ভোটার হওয়ার প্রমাণ দিতে হচ্ছে। আমি যদি ১৪ তারিখ না যাই, তবে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ চলে যাবে।”

অমর্ত্য সেন ও মহম্মদ শামির প্রসঙ্গ

এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এসআইআর নোটিস পাঠানো হয়েছিল। যদিও কমিশন পরে জানায়, নামের বানানে ভুল থাকায় এই নোটিস গিয়েছিল। অমর্ত্যবাবুর ক্ষেত্রে বিএলও (BLO) তাঁর বাড়িতে গিয়ে শুনানি করবেন বলে জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিপূর্বেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস পাঠানো নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছিল।

প্রশাসনের একাংশের মতে, নিয়ম রক্ষার খাতিরেই এই নোটিস পাঠানো হচ্ছে। তবে বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় একের পর এক নাম উঠে আসায় নির্বাচন কমিশনের তথ্য যাচাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

West Bengal: The Election Commission has sent an SIR notice to former Kolkata Police Commissioner Prasun Mukherjee and his son Ranajit Mukherjee over voter list discrepancies. This move comes after high-profile figures like Amartya Sen received similar notices.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন