Adhir Chowdhury: বহরমপুরে অধীরের বাইকবাজি

সকাল সকাল ফুরফুরে মেজাজে বাইক নিয়ে বহরমপুরেরর রাস্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাইপাসে উঠে স্টান্টও করলেন তিনি। তবে হঠাৎ বুলেট নিয়ে এমন স্টান্ট…

Adhir Chowdhury: বহরমপুরে অধীরের বাইকবাজি

সকাল সকাল ফুরফুরে মেজাজে বাইক নিয়ে বহরমপুরেরর রাস্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাইপাসে উঠে স্টান্টও করলেন তিনি। তবে হঠাৎ বুলেট নিয়ে এমন স্টান্ট কেন প্রশ্ন করেন অনেকেই। কেন বহরমপুরেরর রাস্তায় নেমে পড়লেন অধীর?

৩৪ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর থেকে বলরামপুর বহরমপুরের বাইপাস রাস্তার কাজ চলছিল দীর্ঘদিন থেকে। সদ্য একটি লেনের কাজ শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর মুখে শনিবার থেকেই খুলে দেওয়া হয়েছে সেই লেন। রাস্তাটির উদ্বোধন করেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই এদিন বুলেট নিয়ে দৌড়ে বেড়াতে দেখা গেল তাঁকে।

   

উল্লেখ্য, এই বাইপাস তৈরি হওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। বহরমপুর শহরের ভিতর সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে গেলে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পড়ে যেত। এরফলে প্রচুর যানজট হত। এবার বাইপাসের হাত ধরে হল সেই সমস্যার সমাধান।

Advertisements

হাইওয়ে আধিকারিকদের উপস্থিততে এদিন সকালে রাস্তাটির উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর সকাল সাড়ে ৬টা নাগাদ বুলেট চালিয়ে বলরামপুর থেকে মেহেদীপুর রাস্তা পরিদর্শন করেন তিনি।