Welcome Arjun Singh: রবির বেলায় তৃণমূলে অর্জুন! পড়ল মমতা-অভিষেকের সঙ্গে পোস্টার

Poster of Arjun Singh with Mamata Banerjee and Abhishek Banerjee

বেশ কয়েকদিন ধরেই আচমকা বেসুরো হয়ে উঠেছেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পাশে পেতে চেয়েছিলেন রাজ্যের তৃণমূল সরকারকে। এমনকি বঙ্গ বিজেপির সংগঠন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তখন থেকেই অর্জুনের বিজেপি যোগের জল্পনা শুরু হয়েছিল। শনিবার শিল্পাঞ্চলের একটি পোস্টার সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

শনিবার কাঁচরাপাড়ায় তৃণমূলের একটি পোস্টার মেলে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পোস্টার পড়ল কাঁচরাপাড়া, জগদ্দল, শ্যামনগর সহ শিল্পাঞ্চলের একাধিক এলাকায়৷

   

যদিও পোস্টার নিয়ে বিজেপি সাংসদের দাবী গত একমাস কেন্দ্রের পাট শিল্প নীতি নিয়ে মুখ খুলছেন তিনি। তখন থেকেই তাঁকে নিয়ে এই জল্পনা চলছিল। যদি সত্যিই যোগদান করি তাহলে লোকে জানতে পারবে। তবে অর্জুনের স্যোশাল মিডিয়ায় পোস্ট একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ এদিনেই স্যোশাল মিডিয়ায় অর্জুন লেখেন, শুনেছি সমুদ্র নাকি আজ নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে সেদিকেই নৌকা নিয়ে চলো। কার দিকে ইঙ্গিত করলেন অর্জুন সিং? প্রশ্ন রাজনৈতিক মহলে।

যদিও অর্জুনের মানভঞ্জনের জন্য কম কসুর করছেন না বিজেপি নেতারা। স্বয়ং বিজেপি সর্বভারতীয় সভাপতি অর্জুনের সঙ্গে কথা বলেন। তারপরেই কাঁচা পাটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবুও দলের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে চলেছেন তিনি। এবার অর্জুনের নিশানা কোথায়? সেটা জানা এখন সময়ের অপেক্ষা মাত্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন