Jhargram: মাওবাদীদের নামে তোলা আদায়ে যুক্ত পুলিশকর্মী ধৃত ঝাড়গ্রামে

  মাওবাদীদের নাম করে টাকা তোলা এবং পোস্টার দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার। আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের কাছ…

Jhargram: মাওবাদীদের নামে তোলা আদায়ে যুক্ত পুলিশকর্মী ধৃত ঝাড়গ্রামে

 

মাওবাদীদের নাম করে টাকা তোলা এবং পোস্টার দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার। আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের কাছ থেকে ৩৫ হাজার টাকা এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান ধৃতদের সঙ্গে মাওবাদীদের কতটা সংযোগ তা জানার চেষ্টা চলছে।

ধৃতদের মধ্যে রয়েছে, জামবনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। বাকি পাঁচজনের নাম শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সোরেন। এরা হোমগার্ডের সঙ্গে যোগাযোগ রাখত।

অভিযোগ, বারবার সিমকার্ড বদলে হুমকি দিত অভিযুক্তরা। মাওবাদীদের নাম বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা তোলা হত। জানা গিয়েছে, গোটা ঘটনার মূলচক্রী হোমগার্ড বাহাদুর মান্ডি।

Advertisements

কয়েক মাস আগে ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল জুড়ে মাওবাদী আতঙ্ক বাড়তে শুরু করে। জঙ্গলমহল জুড়ে পুলিশি তৎপরতা বাড়ে।

মাওবাদী তহবিলের জন্য ২ লক্ষ টাকা চেয়ে শাসক দল তৃ়ণমূল কংগ্রেসের তিন পঞ্চায়েত সদস্যদের চিঠি পাঠানো হয়েছিল। তিন সদস্যদের কাছ থেকে অভিযোগ মিলতেই তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শীঘ্রই গেফতার করা হবে। এরাই বন্‌ধ ডেকে, একাধিক কার্যকলাপের মাধ্যমে আতঙ্ক বাড়িয়েছিল বলেও জানিয়েছেন তিনি।