অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, তীব্র শোরগোল

পঞ্চম দফার লোকসভা ভোটের মাঝে এবার অস্বস্তিতে বিজেপি (BJP)। কারণ এবার বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হল লাখ লাখ টাকা। আর এমনই অভিযোগ করল শাসক…

পঞ্চম দফার লোকসভা ভোটের মাঝে এবার অস্বস্তিতে বিজেপি (BJP)। কারণ এবার বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হল লাখ লাখ টাকা। আর এমনই অভিযোগ করল শাসক দল তৃণমূল।

আজ সোমবার সাত সকালে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করা হয়। আর এই পোস্ট দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। এই পোস্টে লেখা রয়েছে, ‘যে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে এই মহৎ বিবৃতি দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা এবং অগ্নিমিত্রা পলের ঘনিষ্ঠ সহযোগী, সমিত মণ্ডল। তাঁর কাছ থেকে জেলা পুলিশ হিসাব বহির্ভূত নগদ ৩৫ লক্ষ টাকারও বেশি বাজেয়াপ্ত করেছে। ‘খাউঙ্গা ভি, অউর খানে ভি নাহি দুঙ্গা’ আমাদের প্রধানমন্ত্রী মোদীর আসল মন্ত্র–দুর্নীতির বিরুদ্ধে স্বঘোষিত যোদ্ধা।’

   

তৃণমূল আরো একটি পোস্টে লিখেছে, ‘জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ইতিমধ্যে তাঁর ছায়াময় বিষয় এবং গোপন লেনদেন শুরু করেছে। খড়্গপুর হোটেলে তল্লাশি চালিয়ে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সমিত মণ্ডলের কাছ থেকে ৩৫ লক্ষেরও বেশি টাকার হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ। এটা দিনের মতো পরিষ্কার: তারা জয়ের পথ কিনতে চায়; তাদের দুর্ভাগ্য, বাংলার মানুষ বা তাদের ভোট বিক্রির জন্য নয়।’