Purulia: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির তদন্তে কোটি টাকার সম্পতি উদ্ধার

পুরুলিয়ার (purulia) সোনার শোরুমে ডাকাতির তদন্তে জেলা পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে। সোনা, হীরের গয়না, ৩৬ লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযুক্তদের…

পুরুলিয়ার (purulia) সোনার শোরুমে ডাকাতির তদন্তে জেলা পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে। সোনা, হীরের গয়না, ৩৬ লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযুক্তদের গতকাল আদালতে তোলা হবে। ধৃতদের মধ্যে ওম প্রকাশ ওরফে গুড্ডু। অপরজনের নাম বাবলু সিং আসলে বিহারের বাসিন্দা তবে বর্তমানে ঝাড়খন্ডে বাড়ি ছিল। ওম প্রকাশ নিজে দাঁড়িয়ে থেকে ডাকাতির নির্দেশনা দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে উদ্ধার এক কোটি টাকার বেশি সম্পত্তি।

Advertisements

গত ২৯ আগস্ট ভরদুপুরে পুরুলিয়ার নামোপাড়ায় নামী স্বর্ণবিপণিতে এক বিশাল ডাকাতির ঘটনা ঘটে। তদন্তের জন্য জেলা পুলিশের তরফে গঠিত হয় সিট। ৫ সেপ্টেম্বের নয়ডা থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ৮ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সুদামডি থেকে এই ডাকাতির পান্ডা করণজিৎ সিং সিধুকে গ্রেফতার করে সিট। বাকিদের খোঁজে চালানো হয় তল্লাশি।

   

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, এই ঘটনার অন্যতম ‘মাথা’ ওমপ্রকাশ প্রসাদ ওরফে গুড্ডু পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ড সীমানায় রয়েছে। সেখানে তার গতিবিধি সম্পর্কে খবর পেয়ে ট্র্যাক করা হয়। শনিবার সিট তাকে গ্রেফতার করে। পাশাপাশি আরও দুজন ডব্লু কুমার সিং ও অজয় যাদবও গ্রেফতার করা হয়।