মিলন পণ্ডা, রামনগর: রামনগর বাজারে অনলাইন জুয়ার আসরে হানা (Police Raid) দিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের রামনগর থানা। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকা অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং বাজেয়াপ্ত হয়েছে নগদ ৪০ হাজার টাকার বেশি। তবে আরও কয়েকজন অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃত দু’জনের নাম পিন্টু বেরা (বাসুলিপাট গ্রাম) ও তপন কামিলা (তালগাছাড়ি গ্রাম)। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রামনগর বাজার এলাকায় গোপনে অনলাইন জুয়ার আসর বসত। সকাল থেকেই বাজারে বিভিন্ন বয়সের মানুষজন জড়ো হতেন, কেউ মোবাইল ফোনে জুয়া খেলতেন তো কেউ নগদে। দিনের শেষে অনেকেই সর্বস্বান্ত হয়ে ফিরতেন বাড়ি। বহু পরিবার আর্থিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে বলেও স্থানীয়দের অভিযোগ।
রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল জানান, “গোপন সূত্রে খবর আসে যে রামনগর বাজারের উপর এক জায়গায় নিয়মিত অনলাইন জুয়ার আয়োজন করা হচ্ছে। সেই সূত্র ধরেই আমরা সোমবার অভিযান চালাই। ঘটনাস্থলে উপস্থিত জুয়ারত অবস্থায় দু’জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকার বেশি বাজেয়াপ্ত হয়েছে। বাকিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা গিয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করব না। জেলাজুড়ে অনলাইন ও অফলাইন দুই ধরনের জুয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে। স্থানীয় মানুষজনের সহায়তায় এই ধরনের সমাজবিরোধী কাজের বিরুদ্ধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”
অপরাধ বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া বর্তমান সময়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। সহজে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে অনেকে এই নেশায় জড়িয়ে পড়ছেন। এতে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, গোটা পরিবার অর্থনৈতিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, রামনগর বাজার এলাকায় সন্ধ্যা নামলেই কিছু নির্দিষ্ট দোকানে বা বন্ধ ঘরে চলত এই জুয়ার আসর। বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তবে এদিন পুলিশের অভিযানের পর আশার আলো দেখছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, “পুলিশ যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে এই অসামাজিক কাজ বন্ধ হবে। আমরা চাই রামনগর নিরাপদ ও শান্তিপূর্ণ জায়গা হয়ে উঠুক।”
উল্লেখ্য, ধৃতদের মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। বিচারকের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে রামনগর থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বেড়ে চলা অনলাইন জুয়ার প্রবণতা রুখতে পুলিশের এই ধরনের তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের সক্রিয়তায় যদি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়, তাহলে সমাজে শান্তি ও স্বস্তি ফিরবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।