কলকাতা: খোদপ্রাক্তন পুলিশকর্মীর মেয়ের শ্লীলতাহানি৷ দেওয়া হল হুমকি৷ এমনই অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷ রবিবার ঘটনাটি সামনে আসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনার খড়দায়৷
স্থানীয় সূত্রে খবর, আবাসনের ভিতরেই প্রাক্তন ওই তরুণী-সহ দু’জনের রাস্তা আটকায় ওই তৃণমূল কর্মী৷ তাঁদের প্রকাশ্যে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷ তাঁরা প্রতিবাদ জানালে গুলি করার হুমকি দেওয়া হয়৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭
জানা গিয়েছে, প্রাক্তন পুলিশকর্মীর দুই মেয়ে৷ কলেজ পড়ুয়া ওই তরুণী ও তাঁর দিদি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত৷ এগটনার দিন তাঁরা আবাসনের ভিতরের রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ঠিক তখনই গেটের সামনে তাঁদের পথ আটকানো হয়৷ আবাসনের বাইরে বেরতে বাধা দেন তৃণমূলের পঞ্চায়েতের ওই সদস্য৷ তাঁদের ঘিরে ধরে অভিযুক্ত নেতার দলবল৷
ওই তৃণমূল নেতা এসে তাঁদের জানান, এখন থেকে আবাসনের রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না, এটাই নতুন নিয়ম৷ তাঁর কথা চুপচাপ মেনে না নিয়ে প্রতিবাদ জানান তাঁরা৷ তারপরই শুরু হয় হেনস্থা। দুই তরুণীর গায়ে হাত তোলা হয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তাঁদের পরিবারের সদস্যরা। এর পরেও হেনস্থা বন্ধ হয়নি৷ এমনটাই দাবি নির্যাতিতা তরুণীরা৷ এই ঘটনার পর গোটা পরিবার আতঙ্কে রয়েছে৷
অভিযোগকারী বলেন, “প্রতিদিন আবাসনের ভিতরের রাস্তা দিয়েই আমরা যাওয়া-আসা করি। সেই কথা জানানোর পরেও রাস্তা আটকানো হয়৷ বাইরে যেতে বাধা দেন তৃণমূল নেতা ও তাঁর দলবল, যার প্রতিবাদ করতেই মারধর করা হয় আমাদের ।”