
লোকসভা ভোটের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চপারে তল্লাশি অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে দেশ। এরই মাঝে এবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) গাড়ি থামিয়ে তল্লাশি চালালো পুলিশ।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে পুলিশের চেকিং চলল। রাহুল, অভিষেকের চপার চেকিংয়ের মাঝেই এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দিনহাটায় নিশিথের গাড়ি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে তল্লাশি চালালো পুলিশ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










